বৃহস্পতিবার (৩১ জুলাই) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও বিআরটিএ মানিকগঞ্জ সার্কেল অফিসের উদ্যোগে ১৬ জন ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে এ চেক বিতরণ করা হয়।
চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক (যুগ্ম সচিব) ড. মানোয়ার হোসেন মোল্লা।
বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথিরিটির সহকারী পরিচালকের (ইঞ্জিনিয়ার) কার্যালয়ের সহকারী পরিচালক এডি মাহবুব কামালমের পরিচালায় এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আতিকুল মামুন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ আলী,মানিকগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. শাহানুর ইসলাম, সম্পাদক পরিষদের সভাপতি শহিদুল ইসলাম সুজন প্রমুখ।
আরও পড়ুন: দুর্নীতির মামলায় সাবেক এমপি দুর্জয় গ্রেফতার
আয়োজকরা জানান, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ১৫টি পরিবারকে ৫ লাখ এবং একটি পরিবারকে ১ লাখ টাকা করে চেক দেয়া হয়। এ সহায়তা দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের জন্য সরকারের পক্ষ থেকে একটি মানবিক সহানুভূতির প্রতিফলন।
জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা বলেন, ‘সড়ক দুর্ঘটনায় একটি জীবন হারানো বা পঙ্গু হয়ে যাওয়া কোনোভাবেই পূরণীয় নয়, তবে সরকারের এই সহায়তা পরিবারগুলোর কিছুটা হলেও কষ্ট লাঘব করবে।আমরা সচেতনার মাধ্যমে দুর্ঘটনা কমিয়ে আনার জন্য কাজ করছি।’
তিনি আরও বলেন, ‘সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারকে সরকারিভাবে সহায়তা দেয়া হয়। তা এক সময় তেমন কোনো মানুষ জানতো না। আমরা বিভিন্ন সভা সমাবেশের মাধ্যমে তা জানানোর চেষ্টা করছি।’
ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা হলেন, মালেকা বেগম, শহিদুল, মো. জোনাব আলী, মো. মিঠু মিয়া, মো. আব্দুল আহাদ খান, মো. মাসুদুর রহমান, মহাদেব মোদক, হোসনেয়ারা বেগম, মো. জাহিদ হাসান, মো. মোসা মিয়া, আবুর বাসার, মোছা. বিথি আক্তার, ফুলমতি বেগম, মোহাম্মদ আমিনুল ইসলাম, সাবিনা আক্তার, মো. শফিকুল ইসলাম ও আকাশ দেবনাথ।