মানিক মিয়ায় নববর্ষের কনসার্ট

৫ দিন আগে
সংস্কৃতি মন্ত্রণালয়ের উদ্যোগে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে এখন চলছে নববর্ষ উদ্‌যাপনে আয়োজিত বিশেষ কনসার্ট। এ মুহূর্তে কনসার্টে যোগ দিতে অংশ নিয়েছেন শত শত উৎসুক জনতা।

সোমবার (১৪ এপ্রিল) বেলা সাড়ে তিনটার দিকে জাতীয় সংসদ ভবনের সামনে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে কনসার্ট শুরু হয়। ক্ষুদ্র জাতিগোষ্ঠীর গানের দলের সদস্যরা কনসার্টের প্রথম আয়োজনে সামিল হন।

 

এরপর একে একে সংগীতশিল্পীরা মঞ্চে উঠেন। গেয়ে শোনান ‘মন কী যে চায় বলো, যারে দেখি লাগে ভালো’,  ‘গুরু ঘর বানাইলা কী দিয়া’, ‘সুন্দরী চলেছে একা পথে’র মতো দর্শকপ্রিয় কয়েকটি গান।

 

নববর্ষ উদ্‌যাপনে এরপরই কয়েকজন শিল্পীর সম্মিলিত কণ্ঠে পরিবেশিত হয় পহেলা বৈশাখকে বরণ করে নেয়ার গান ‘এসো হে বৈশাখ’।

 

রাফি অ্যান্ড রকারস (আর অ্যান্ড আর) ও অ্যাশেস ব্যান্ড দল কনসার্টে গান পরিবেশন করে। এছাড়া এককভাবে মঞ্চে গান শোনাবেন এফ মাইনর, আতিয়া আনিসা, ইসলাম উদ্দিন পালাকার, আরজ আলী ওস্তাদ, সাগর দেওয়ান, পারসা, জাহিদ নিরব প্রমুখ।

 

আরও পড়ুন: বৈশাখের নতুন গান ‘ঢাক ঢোল বাজে’

 

এ কনসার্টের মূল আকর্ষণ ড্রোন শো। যা শুরু হবে সন্ধ্যা ৭টায়।

 

আরও পড়ুন: হঠাৎ ফেসবুক লাইভে এসে যে বার্তা দিলেন হৃদয় খান

 

প্রসঙ্গত, সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় কনসার্ট ও ড্রোন শোর আয়োজন করলেও অনুষ্ঠানটির কারিগরি সহায়তা দিয়েছে চীনা দূতাবাস। আর অনুষ্ঠানটি বাস্তবায়ন করতে কাজ করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। 
 

]]>
সম্পূর্ণ পড়ুন