মানবিক ও পরিবেশ বিপর্যয়ে ইরান–ইসরায়েল যুদ্ধের পরিণতি হবে ভয়ংকর
১ সপ্তাহে আগে
২
যুদ্ধকালীন অবস্থার চেয়ে যুদ্ধ–পরবর্তী পরিস্থিতি সব সময়ই ভয়াবহ। কেবল যুযুধান দেশের জন্য নয়, সারা বিশ্বের জন্য। সভ্যতার সংকট সৃষ্টিতে বড় ভূমিকা রাখে এই যুদ্ধ। হয়ে ওঠে নীরব আততায়ী। ইরান–ইসরায়েল যুদ্ধও এর বাইরে নয়।