রোববার (১৩ এপ্রিল) পঞ্চগড় সদর উপজেলার চাকলাহাট ইউনিয়নের গণ-অভ্যুত্থানে শহীদ সাগর ইসলামের কবর জিয়ারত ও তার স্বজনদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের সঙ্গে এ কথা বলেন তিনি।
সারজিস বলেন, ‘জাতিসংঘ, ইউনিসেফসহ মানবাধিকার সংগঠনগুলো বড় বড় লেকচার দেয়, কিন্তু তাদের মানবাধিকারের চোখ, বিবেক সব কিছু ওই গাজায় গিয়ে তালাবদ্ধ হয়ে যায়। আমরা তাদের বলতে চাই, আগামীর পৃথিবীতে মানবাধিকারের কোনো বক্তব্য দেয়ার আগে গাজার চিত্রটি সামনে আনবেন। সেই ইস্যুতে আপনি যদি দায়িত্ব পালন করতে না পারেন তাহলে পুরো পৃথিবীর মানুষের সামনের মানবাধিকারের জ্ঞান দেয়ার মতো মুখ আপনার নেই।’
তিনি বলেন, ‘মার্চ ফর গাজায় আমরা দেখেছি লাখ লাখ মানুষ দল-মত-নির্বিশেষে অংশ নিয়েছে। বাংলাদেশের পক্ষ থেকে পুরো বিশ্বকে একটি বার্তা দিতে চাই ফিলিস্তিনের গাজায় মজলুম মুসলিম ভাই-বোনদের সঙ্গে আমরা আছি সব সময়।’
আরও পড়ুন: পুলিশে নিয়োগ চলছে, সুপারিশ নিয়ে যা বললেন সারজিস
এনসিপির এই নেতা বলেন, ‘ফিলিস্তিনের ভাইদের আমরা বলতে চাই পুরো বাংলাদেশ, পুরো পৃথিবী আপনাদের সঙ্গে আছে। আপনাদের সাহসের সঙ্গে যে লড়াই, এই লড়াই পুরো পৃথিবীকে যেকোনো অন্যায়ের বিরুদ্ধে লড়াই করার জন্য শক্তি জোগায়, সাহস দেয়।’
বাংলা নববর্ষ নিয়ে সারজিস বলেন, ‘বিগত ১৬ বছরে নববর্ষে দলীয় প্রভাবের সঙ্গে বিদেশি রাষ্ট্রের প্রভাবও আমরা দেখেছি। দল ও বিদেশি রাষ্ট্রের কনসেপ্ট তৈরি করে বিভিন্ন সেগমেন্ট তৈরি করা হত। বিভিন্ন ধরনের অপসংস্কৃতি চাপিয়ে দেয়া হত। ফ্যাসিস্টের পক্ষ থেকে বা ক্ষমতার জায়গা থেকে কোনো কিছু চাপিয়ে দেয়া কখনোই সাসটেইনেবল হয় না।’
আরও পড়ুন: প্রতিযোগী না হয়ে প্রতিপক্ষ হলে পঞ্চগড় জেলারও ক্ষতি হবে: সারজিস
তিনি বলেন, আমরা বিশ্বাস করি, আগামীতেও যারাই বাংলাদেশের সরকারের দায়িত্বে থাকুক না কেন তারা যেন কোনো কিছু মানুষকে চাপিয়ে দেয়ার সাহস না করে এবং আমাদের প্রকৃত সংস্কৃতি ধারণ করার জন্য তাদের সর্বাত্মক প্রচেষ্টা যেন তারা রাখে।’
]]>