মাদ্রাসা থেকে বের হয়ে আর ফেরেনি তানভীর, উৎকণ্ঠায় পরিবার

২ সপ্তাহ আগে
ফরিদপুরে মাদ্রাসা থেকে বের হয়ে দুদিন ধরে নিখোঁজ রয়েছে তানভীর আহম্মেদ (১৩) নামে এক মাদ্রাসাছাত্র। এতে উৎকণ্ঠা বিরাজ করছে শিশুটির পরিবারের মাঝে।

মঙ্গলবার (১৭ জুন) এ ঘটনায় ফরিদপুরের কোতয়ালী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তানভীরের মা হাসি।


নিখোঁজ তানভীর রাজবাড়ীর কালুখালী উপজেলার মাদারপুর ইউনিয়নের বাউকুড়ী গ্রামের ফারুক আহম্মেদের ছেলে। সে ফরিদপুর শহরের অনাথের মোড় সাব্বির খান সড়কের তাহফিযুল কুরআন মাদ্রাসার আবাসিক হোস্টেলে থেকে হাফেজিতে পড়াশোনা করে।


তানভীরের মা হাসি বলেন, সোমবার (১৬ জুন) দিবাগত রাত ১০ টার দিকে মাদ্রাসার শিক্ষক আমাকে ফোন করে জানায় আমার ছেলে তানভীর আহম্মেদ মাদ্রাসা থেকে ওইদিন দুপুর ২ টা ৩৬ মিনিটে কাউকে কিছু না বলে মাদ্রাসার গেট দিয়ে বের হয়ে গেছে। পরবর্তীতে সে আর মাদ্রাসায় ফিরে আসেনি। মাদ্রাসা কর্তৃপক্ষ আমার ছেলেকে খোঁজাখুঁজি করে না পেয়ে আমাকে ফোন করে ঘটনার বিষয় জানায়। আমি খবর পেয়ে আমার ছেলেকে আমাদের আত্মীয় স্বজনদের বাড়িসহ সম্ভাব্য সকল জায়গায় খোঁজাখুঁজি করেও তার কোন সন্ধান না পেয়ে থানায় জিডি করেছি। মাদ্রাসা থেকে বের হওয়ার সময় তার গায়ে ঘিয়ে রংয়ের জুব্বা ও মাথায় সাদা টুপি ছিল।


আরও পড়ুন: বিয়ের অনুষ্ঠানে গিয়ে পুকুরে ডুবে ২ মাদ্রাসাছাত্রীর মৃত্যু


এ বিষয়ে কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জান বলেন, মাদ্রাসাছাত্র তানভীর নিখোঁজের ঘটনায় তার মা থানায় একটি জিডি করেছেন। শিশুটিকে খুঁজে বের করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।

]]>
সম্পূর্ণ পড়ুন