মাদারীপুরে ৭ দিনের বৈশাখী মেলার উদ্বোধন

৬ দিন আগে
মাদারীপুরে শুরু হয়েছে ৭ দিনব্যাপী বৈশাখী মেলা। রোববার (১৩ এপ্রিল) বিকেলে শহরের লেকপাড়ে এ মেলার উদ্বোধন করেন স্থানীয় সরকার অধিদপ্তরের উপপরিচালক ও পৌর প্রশাসক মোহাম্মদ হাবিবুল আলম।

 পরে উদ্বোধন শেষে আগত অতিথিরা মেলার স্টলগুলো ঘুরে দেখেন।


মেলায় বাঙালি সংস্কৃতির বিভিন্ন ধরনের আসবাবপত্র, খেলনা, কসমেটিকস ও খাবারের দোকানসহ ৮০টি স্টল বসেছে। আগত দর্শনার্থী ও ক্রেতাদের নিরাপত্তায় সেনাবাহিনী, র‌্যাব ও পুলিশ কাজ করছে।

আরও পড়ুন: চট্টগ্রামে ডিসি হিলে নববর্ষের অনুষ্ঠানের মঞ্চ ভাঙচুর

মেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাদারীপুর পৌরসভার নির্বাহী কর্মকতা খন্দকার আবু আহমদ ফিরোজ ইলিয়াস, পৌরসভার বাজার পরিদর্শক শফিফুর রহমান, বর্জ্য ব্যবস্থাপনার পরিদর্শক সায়েম খান তৌহিদ প্রমুখ।  


রোববারের শুরু হওয়া এ মেলা চলবে আগামী ১৯ এপ্রিল পর্যন্ত। সকাল প্রতিদিন রাত ৯টা পর্যন্ত খোলা থাকবে মেলার স্টল।

]]>
সম্পূর্ণ পড়ুন