নিহত সালাম ফকির উপজেলার পশ্চিম ছিলারচর গ্রামের ছয়জউদ্দিন ফকিরের ছেলে।
স্থানীয়রা জানান, গত ২৯ মে সকালে মাছ ধরার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন সালাম ফকির। পরে আর বাড়ি ফিরে আসেনি তিনি। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে থানায় সাধারণ ডায়েরি করেন। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি দিয়ে নিখোঁজ বিজ্ঞপ্তি ও বিভিন্ন এলাকায় মাইকিং করে হারানো বিজ্ঞপ্তি প্রচার করেন স্বজনরা।
নিখোঁজের ১৬ দিন পর শনিবার নিজ বাড়ির পেছনের পাটক্ষেতে তার অর্ধগলিত মরদেহ দেখতে পেয়ে থানা পুলিশে খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের মর্গে পাঠায়।
আরও পড়ুন: স্ত্রীর পরকীয়ার জেরে মাদ্রাসাশিক্ষক খুন, ২ দিন পর মরদেহ উদ্ধার
নিহতের ছেলে সুমন ফকির বলেন, ‘আমার বাবার মৃত্যু কীভাবে হয়েছে বলতে পারছি না। এ ঘটনার রহস্য খুঁজে বের করতে প্রশাসনের সহযোগিতা চাচ্ছি।’
মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার ভাষ্কর সাহা বলেন, ‘মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠানো হয়। মরদেহটি অর্ধগলিত অবস্থায় পাওয়া যায়। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর কারণ সম্পর্কে জানা যাবে।’