মাদারীপুরে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত

৩ সপ্তাহ আগে
মাদারীপুরের শিবচর উপজেলায় বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় দবির মুন্সি (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।

বুধবার (১৮ জুন) বিকেলে শিবচর উপজেলার শিরুয়াইল ইউনিয়নের পশ্চিম কাকৈর গ্রামের মুন্সি বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে। 

 

নিহত দবির মুন্সি শিরুয়াইল ইউনিয়নের পশ্চিমকান্দি গ্রামের রুকাই মুন্সির ছেলে।

 

আরও পড়ুন: মাদারীপুরে হাতুড়িপেটায় দুই ভাই জখম

 

প্রত্যক্ষদর্শীরা জানান, আসরের নামাজ শেষে পায়ে হেঁটে বাড়ি ফিরছিলেন দবির মুন্সি। এ সময় বেপরোয়া গতির একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে পড়ে যান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

]]>
সম্পূর্ণ পড়ুন