রোববার (১৩ এপ্রিল) রাতে সদর উপজেলার পাকদী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন: মাদারীপুর পৌরসভার চরমুগরিয়া এলাকার নুর হোসেন ফকিরের ছেলে নুর রহিম (৪০), পাকদী এলাকার নুরু হাওলাদারের ছেলে রিপন হাওলাদার (৫০), রাজৈর উপজেলার টেকেরহাটের নুর আলমের ছেলে মাহফুজ রহমান (২০) ও তার দুই ভাগ্নে ইয়াসিন ও সানি।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, রাতে শহরের কাজ শেষে দুই ভাগ্নে ইয়াসিন ও সানিকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে করে রাজৈরের টেকেরহাট যাচ্ছিলেন মামা মাহফুজ। সদর উপজেলার পাকদী এলাকায় আসলে বিপরীত দিক থেকে একটি ব্যাটারিচালিত রিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের তিন আরোহী ও রিকশার দুই যাত্রী এবং চালক আহত হন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করে ফায়ার সার্ভিসের সদস্যরা। তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন চিকিৎসক।
আরও পড়ুন: ডেমরায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের মেডিকেল অফিসার ডা. শিহাব চৌধুরী জানান, সড়ক দুর্ঘটনায় আহত ৬ জনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। দুজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম বলেন, মোটরসাইকেলের বেপারোয়া গতির কারণেই এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।