নিখোঁজ সুলায়মান সরদার সদর উপজেলার কালিকাপুর ইউনিয়নের ফরাজিকান্দি গ্রামের সুমন সরদারের ছেলে।
শনিবার (২ আগস্ট) দুপুরে ওই এলাকায় আড়িয়াল খাঁ নদে ডুবে নিখোঁজ হয় সে।
মাদারীপুর ফায়ার সার্ভিসের পরিদর্শক শেখ আহাদুজ্জামান জামান জানান, বাবা সুমন সরদারের সঙ্গে নদের পানিতে পাট ধুঁয়ে যাওয়া সুলায়মান। এ সময় অসাবধানবশত নদের পানিতে তলিয়ে যায় সে। স্থানীয়ভাবে খোঁজাখুঁজি করে না পাওয়া গেলে খবর দেয়া হয় মাদারীপুর ফায়ার সার্ভিসকে।
আরও পড়ুন: বালু উত্তোলনকারীদের ধাওয়া দিয়ে ড্রেজারে আগুন ধরিয়ে দিলো জনতা
পরে ফায়ার সার্ভিসের ডুবরি দল সুলায়মানকে উদ্ধারে অভিযান শুরু করে। আড়িয়াল খাঁ নদের পানি বেশি থাকায় তল্লাশি অভিযানে বেগ পেতে হচ্ছে ফায়ার সার্ভিসকে। এদিকে আদরের সন্তানের খোঁজ না পাওয়া দিশেহারা পরিবার।