আহতরা হলেন: একই গ্রামের জলিল মোড়ল (৪৫), সুমি আক্তার (৪৯) ও শারু বিবি (৬০), মোতালেব হাওলাদার (৪৫), কোহিনুর বেগম (৩৫)। বাকিদের নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
এ তথ্য নিশ্চিত করেছেন শিবচর থানার ভারপপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ।
আরও পড়ুন: কিশোরগঞ্জে দুপক্ষের সংঘর্ষে বিএনপির ইউনিয়ন সভাপতি নিহত, আহত ৫
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে তিনি জানান, দীর্ঘদিন ধরে ওই বাইড্ডা গ্রামের মোতালেব হাওলাদারের সঙ্গে প্রতিবেশী জলিল মোড়লে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জেরে দুপুরে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। এতে আহত হন অন্তত ১০ জন।
খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। আহতদের উদ্ধার করে ভর্তি করা হয়েছে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।