মাদারীপুরে আধিপত্য বিস্তার নিয়ে গৃহবধূকে কুপিয়ে জখম

১ দিন আগে
মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এক গৃহবধূকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে।

মঙ্গলবার (১৯ নভেম্বর) রাত ৮টার দিকে সদর উপজেলার মোস্তফাপুরে এ ঘটনা ঘটে।


আহত সাবরিনা আক্তারকে (২৫) উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে। সাবরিনা মোস্তফাপুরের নজরুল খানের স্ত্রী। এ ঘটনায় এলাকায় উত্তেজনা থাকায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ।


স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে আধিপত্য নিয়ে মোস্তফাপুরের ফেরদাউস হাওলাদারের সঙ্গে একই এলাকার নজরুল খানের বিরোধ চলছিল। এরই জেরে ফেরদাউস লোকজন নিয়ে রাতে নজরুলের বাড়িতে হামলা চালায়। ঘরবাড়ি ভাঙচুর ও লুটপাট করা হয়। বাধা দিলে সাবরিনাকে কুপিয়ে জখম করে ফেরদাউসের লোকজন। ভুক্তভোগীদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে পালিয়ে যায় হামলাকারীরা। পরে গুরুতর অবস্থায় সাবরিনাকে প্রথমে জেলা সদর হাসপাতাল ও পরে উন্নত চিকিৎসার জন্য ঢামেক হাসপাতালে পাঠান চিকিৎসক।

 

আরও পড়ুন: জমি নিয়ে বিরোধে দুই বোনকে লাঠিপেটা, ভিডিও ভাইরাল


খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ।


অভিযুক্ত ফেরদাউসের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।


এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল মামুন।

]]>
সম্পূর্ণ পড়ুন