মঙ্গলবার (২২ এপ্রিল) মধ্যরাতে কুতুপালং ২-ইস্ট নম্বর রোহিঙ্গা ক্যাম্পের আমগাছতলায় এ ঘটনা ঘটে।
নিহতের নাম নুর ইসলাম (২১)। তিনি ওই ক্যাম্পেরই বাসিন্দা। আহতরা হলেন—নিহতের বড় ভাই মো. রিদোয়ান (২৪) ও বন্ধু মো. ফারুক (২২)।
ঘটনার পর আটক করা হয়েছে ছৈয়দুল আমিন ওরফে কালা সোনা মিয়া (৪০) নামে এক রোহিঙ্গা যুবককে। তিনি একই ক্যাম্পের বাসিন্দা।
আরও পড়ুন: চাকমা তরুণীকে ধর্ষণচেষ্টার অভিযোগে রোহিঙ্গা যুবক আটক
স্থানীয়দের বরাত দিয়ে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আরিফ হোছাইন জানান, মধ্যরাতে স্থানীয় মুদি দোকানি মো. সালেহ মাদক লেনদেনের বিরোধের জেরে নুর ইসলামকে আমগাছতলায় ডেকে নিয়ে যায়। সেখানে আগে থেকেই আরও কয়েকজন অবস্থান করছিল। নুর ইসলাম পৌঁছানোর পরই তারা দলবদ্ধভাবে মারধর শুরু করে এবং একপর্যায়ে তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করা হয়।
খবর পেয়ে নিহতের ভাই রিদোয়ান ও বন্ধু ফারুক সেখানে গেলে হামলাকারীরা তাদেরও মারধর করে। খবর পেয়ে এপিবিএন পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছালে হামলাকারীরা পালিয়ে যায়।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে কুতুপালং এমএসএফ হাসপাতালে নিয়ে যায়। গুরুতর অবস্থায় রিদোয়ান ও ফারুককে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
ওসি বলেন, ‘চিকিৎসাধীন অবস্থায় বুধবার ভোরে নুর ইসলাম মারা যান। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠায়। পরে ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।’
ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে জড়িত সন্দেহে ছৈয়দুল আমিনকে আটক করেছে বলে জানান ওসি।
]]>