মাদক মামলায় ৩ জনের যাবজ্জীবন

৩ সপ্তাহ আগে
গাইবান্ধায় মাদক মামলায় তিনজনের যাবজ্জীবন ও দুইজনকে খালাস দিয়েছে আদালত। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দুপুরে গাইবান্ধার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আতিকুর রহমান এ রায় দেন।

দন্ডপ্রাপ্ত ব্যাক্তিরা হলেন, সোহেল রানা, আবুল  কালাম আজাদ, আসাদুল ইসলাম। তাদের সবার বাড়ি রাজশাহী জেলার সীমান্তপুর গোদাগাড়ী গ্রামে।

 

মামলার বিবরণে জানা যায়,  ২০২১ সালে ১৬ই জুলাই রাজশাহী জেলার সীমান্তপুর  গোদাগাড়ী গ্রামের মো. সোহেল রানা, আবুল কালাম আজাদ, আসাদুল ইসলাম, শফিকুল ইসলাম ও আনারুল ইসলাম ১৫ লাখ টাকার হেরোইন নিয়ে বিক্রির উদ্দেশ্যে গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জে অবস্থান করে।

 

আরও পড়ুন: পুলিশ পরিদর্শক হত্যা: আরাভ খানসহ সব আসামির যাবজ্জীবন

 

গোপন সংবাদের ভিত্তিতে গাইবান্ধা র‍্যাব ক্যাম্পের সদস্যরা অভিযান চালিয়ে হেরোইনসহ তাদেরকে আটক করে। পরে এ ব্যাপারে গোবিন্দগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়।

 

আরও পড়ুন: নারায়ণগঞ্জে মুরাদ হত্যায় ২১ বছর পর এক আসামির যাবজ্জীবন

 

দীর্ঘ শুনানি শেষে বিচারক বৃহস্পতিবার এ রায় দেন। সোহেল রানা, আবুল কালাম আজাদ, আসাদুলকে যাবজ্জীবন দেয়া হয়। আর অভিযোগ প্রমাণিত না হওয়ায়  শফিকুল ইসলাম ও আনারুল ইসলামকেকে খালাস দেন আদালত। 

]]>
সম্পূর্ণ পড়ুন