কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে গাঁজা দিতে এসে কারারক্ষীদের হাতে ধরা পড়েছেন এক যুবক। মঙ্গলবার (৮ এপ্রিল) বিকাল ৪টায় তাকে কারা অভ্যন্তরে আটক করা হয়।
ওই যুবক কুমিল্লার বাদশা মিয়ার বাজার এলাকার জোলমত মিয়ার ছেলে মো. শান্ত।
কারাগার সূত্রে জানা গেছে, কারাগারের হাজতি বন্দি নং-৪০০১/২৪ মোতালেব হোসেনকে দেওয়ার জন্য একজোড়া চামড়ার জুতা ও কাপড় কারা ক্যান্টিনের দায়িত্বরত কারারক্ষী মো. মাসুদের কাছে নিয়ে আসে... বিস্তারিত