শনিবার (১১ মে) রাত সাড়ে ১০টার দিকে পিরোজপুর পৌরভার শিকারপুর সাহেবপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
মাদক ব্যবসায় বাধা দেয়ার ফলে নোমান গাজীকে মারুফ নামের এক যুবক কুপিয়ে আহত করেছে বলে দাবি নোমানের ভাই এমরান গাজীর।
আহত আব্দুল্লাহ আল নোমান গাজী পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজে অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষর্থী ও সাহেবপাড়া এলাকার মো. শাহজাহান গাজীর পুত্র।
অভিযুক্ত মারুফ পালপাড়া এলাকার শহিদুল ইসলামের ছেলে।
আরও পড়ুন: পিরোজপুরে মাদক মামলায় ২ জনের ১০ বছরের কারাদণ্ড
আহত নোমান গাজীর ভাই এমরান গাজী জানান, কয়েক মাস আগে শিকারপুর সাহেবপাড়া এলাকায় মাদক ব্যবসার অভিযোগে নোমানসহ স্থানীয়রা মারুফ ওরফে কশাই মারুফকে বাধা দেয়। এ সময় মারুফ প্রকাশ্যে নোমান গাজীসহ স্থানীয় কয়েজেনকে দেখে নেয়ার হুমকি দেয়। এরই ধারাবাহিকতায় শনিবার রাতে গাজী এন্টারপ্রাইজের দোকানে হামলা চালায় এবং নোমানের হাতে পেটে মারাত্বক ভাবে কুপিয়ে আহত করে। আহত অবস্থায় নোমানকে উদ্ধার করে হাতপাতালে নেয়া হয়।
পিরোজপুর জেলা হাসপাতালে চিকিৎসক স্বাগত রায় জানান, নোমানের হাতে ও পেটে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে । তাকে জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আরও পড়ুন: পিরোজপুরে ইউএনওর বদলি ঠেকাতে এলাকাবাসীর মানববন্ধন
এ বিষয়ে অভিযুক্ত মারুফকে তার মোবাইল ফোনে একাধিক বার কল দিলেও তিনি ফোন রিসিভ করেনি।
পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল ইসলাম বলেন, এ বিষয়ে আমরা একটি লিখিত অভিযোগ পেয়েছি। আইনগত ব্যবস্থা প্রক্রীয়াধীন রয়েছে।
]]>