রোববার (১৫ জুন) ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে তিনি মারা যান।
তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক।
তিনি জানান, ২১৮ নম্বর সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় রোববার দুপুর দেড়টার দিকে আনোয়ার হোসেনের মৃত্যু হয়েছে। ঘটনাটি বাড্ডা থানা পুলিশকে জানান হয়েছে।
আরও পড়ুন: মাদক কারবার ঘিরে মিরপুরের বিহারি ক্যাম্পে একের পর এক হত্যাকাণ্ড
এদিকে, নিহতের খালাত ভাই আব্দুল জব্বার জানান, আনোয়ারের বাড়ি বরিশালের হিজলা উপজেলায়। বাবার নাম আবুল কালাম। তার ছেলে ও স্ত্রী গ্রামের বাড়িতে থাকেন। বর্তমানে আনোয়ার ও জব্বার বাড্ডা বৈঠাখালি এলাকায় থাকেন। সেখানে গরুর ফার্ম রয়েছে আনোয়ারের। গত ৮ মে রাত সাড়ে ১১টার দিকে বাড্ডা আনন্দনগর টেকপাড়া এলাকায় দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে একাধিক গুলি করে। এতে বেশ কয়েকটি গুলি বিদ্ধ হয় তার শরীরে। খবর পেয়ে ওইদিন রাতেই তাকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। পরে সেখান থেকে তাকে ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালসহ আরও একটি হাসপাতালে নিয়ে ভর্তি রাখা হয়। সবশেষ সেখানে তার অবস্থার আরও অবনতি হলে ১২ জুন তাকে আবার ঢামেক হাসপাতালে নিয়ে এসে ভর্তি করা হয়। সেখানেই তিনি মারা গেছেন।
তিনি আরও জানান, এলাকায় মাদক ব্যবসায়ীদের সঙ্গে আনোয়ারের দ্বন্দ্ব চলছিল। তার জের ধরেই স্থানীয় মাদক কারবারী নয়ন, সালাউদ্দিন, দেলোয়ারসহ আরও কয়েকজন মিলে তাকে গুলি করেছিল। যার ফলে তার মৃত্যু হয়েছে।