মাদক নির্মূলে পঞ্চগড়ে লাঠি হাতে রাতে পাহারায় গ্রামবাসী

১ দিন আগে
একটা সময় মাদকের ভয়াল থাবার শিকার হয় পঞ্চগড় পৌরসভার ২নং ওয়ার্ডের রামের ডাংগা, মসজিদপাড়া, পুরাতন ক্যাম্প গ্রাম। বিভিন্ন এলাকা থেকে নানা বয়সের মানুষ এ গ্রামগুলোতে গিয়ে মাদক কেনাবেচাসহ অনৈতিক কাজের সঙ্গে যুক্ত থাকতো। তবে, গত ৩ মাস থেকে বদলে গেছে এসব গ্রামের চিত্র।

অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে গঠন করা হয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন। মাদকের বিরুদ্ধে এবং মাদক নির্মূল করতে লাঠি হাতে রাত পাহারা দিচ্ছেন কয়েক শত মানুষ। এদিকে এমন সামাজিক আন্দোলনকে সাধুবাদ জানিয়েছেন পুলিশ ও জেলা প্রশাসন।


জানা গেছে, গত ৫ আগস্টের পর থেকে এ এলাকাগুলোতে মাদকসহ অসামাজিক কাজের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছেন সবাই। মাদকসেবীসহ বহিরাগতদের আনাগোনা কমাতে লাঠি হাতে পালাক্রমে রাতে পাহারা দিচ্ছেন তারা। রাতের বেলা বহিরাগত দেখা মিললেই করা হচ্ছে তল্লাশি। এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ীদের সামাজিকভাবে বয়কট করার পাশাপাশি দেয়া হচ্ছে আল্টিমেটাম। এতে করে এলাকাগুলোতে কমেছে মাদকসেবীদের আনাগোনা। নানা অভিযোগ থাকলেও বাসিন্দারা বলছেন এলাকার সুনাম ফেরাতে এই উদ্যোগ।

আরও পড়ুন: জয়পুরহাটে চুরি ঠেকাতে রাত জেগে পাহারায় গ্রামবাসীর


আরও জানা গেছে, ২নং ওয়ার্ডের রামের ডাংগা, মসজিদপাড়া, পুরাতন ক্যাম্প গ্রামে বসবাস করেন প্রায় ১২ হাজার মানুষ। মাদক ও অসামাজিক কার্যকলাপ বন্ধে- রাত পাহারায় গ্রামগুলোতে কাজ করছেন শতাধিক স্বেচ্ছাসেবী।


রামের ডাংগা গ্রামের বাসিন্দা মানিক সময় সংবাদকে বলেন, ‘প্রতিদিন এলাকাবাসী ও প্রশাসনের সহায়তায় মাদকের বিরুদ্ধে রাত জেগে পাহারা দিচ্ছে এলাকার যুবকেরা। এতে অপরিচিত মানুষসহ মাদক সেবনকারী ও বিক্রেতাদের আনাগোনা অনেকটাই কমে গেছে।’


জব্বার আলী ও আনোয়ার হোসেন বলেন, ‘সন্ধ্যার পর থেকে এ এলাকাগুলোতে কয়েকগুণ হাড়ে মানুষের আনাগোনা ছিল। একই সঙ্গে যত্রতত্র মাদকসেবীরা মাদক সেবন করতো। তবে সবার উদ্দেশ্যে মাদকবিরোধী এ অভিযানে এখন মাদকসেবীরা এলাকায় রাতে ঢুকতে পারছে না। একই সঙ্গে স্থানীয় যারা মাদক ব্যবসায়ী আছে তাদের সতর্ক করে দেয়া হয়েছে। এখন পর্যন্ত আমরা ৭০ শতাংশ মাদক নিমূল করতে পেরেছি। আশা করি কিছু দিনের মধ্যে ১০০ শতাশ মাদক মুক্ত এলাকা করেত আমরা সক্ষম হবো।


স্থানীয়রা আরও বলছেন, বিগত দিনগুলোতে রাজনৈতিক প্রভাবের কারণে এবং প্রশাসনের সহায়তা না পাওয়ায় মাদকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা সম্ভব না হওয়ায় প্রেক্ষাপট পরিবর্তনের সঙ্গে সঙ্গে নতুন এ উদ্যোগ গ্রহণ করেছেন তারা। তবে বর্তমানে প্রশাসনের তৎপরতা বৃদ্ধি হওয়ার পাশাপাশি তাদের সাপোর্ট থাকায় গ্রামগুলোতে মাদকের সয়লাব কমাতে রাত জেগে পাহারা শুরু করেছেন তারা।

আরও পড়ুন: ছাত্র-জনতার পাহারায় গুলিস্তান ও আওয়ামী লীগের কার্যালয়, সতর্ক অবস্থানে পুলিশ


পঞ্চগড় পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী সময় সংবাদকে বলেন, ‘ডিসি মহোদয়কে নিয়ে আমরা প্রতিটি এলাকায় মাদকবিরোধী সভা করেছি। সচেতন করাসহ সবাইকে নিজ জায়গা থেকে মাদকের বিরুদ্ধে দাঁড়াতে আহ্বান জানানো হয়েছে। এর পর থেকে মানুষ পুলিশকে সহায়তা করার পাশাপাশি নিজেরাই রাত জেগে পাহারা দিচ্ছে।’


পঞ্চগড় জেলা প্রশাসক সাবেত আলী সময় সংবাদকে বলেন, ‘আমরা নিয়মিত মাদকবিরোধী প্রচারণা চালিয়ে যাচ্ছি। আশা করছি একটি মাদকমুক্ত জেলা হিসেবে সবাইকে আমরা উপহার দিতে পারব।’
 

]]>
সম্পূর্ণ পড়ুন