মাদক চোরাচালান নিয়ে দ্বন্দ্বে যুবক নিহত, ৯ কোটি টাকার মাদকসহ আটক ১

১ সপ্তাহে আগে
কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে মাদক চোরাচালান সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষ মাদক চোরাকারবারিদের হামলায় মোহন (২৫) নামের এক যুবক নিহত এবং হৃদয় (২৪) নামের আরেকজন আহত হয়েছেন।

শুক্রবার (২৭ জুন) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের ঠোটারপাড়া মাঠের বাবলা তলা এলাকায় এই ঘটনা ঘটে।


নিহত মোহন উপজেলার প্রাগপুর ইউনিয়নের জামালপুর গ্রামের মৃত মদনের ছেলে এবং আহত হৃদয় একই গ্রামের মহসিন ওরফে মসুরের ছেলে।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাদক চোরাকারবারি মোহন, হৃদয় ও জনি মোটরসাইকেলযোগে রামকৃষ্ণপুর থেকে নিজ গ্রাম জামালপুরে ফিরছিলেন। পথে ওৎ পেতে থাকা প্রতিপক্ষ ছোটন ও সোহেলের নেতৃত্বে ৪ থেকে ৫ জনের একটি দল মোটরসাইকেলের গতিরোধ করে তাদের ওপর হামলা চালায়। হামলায় রামদা ও ধারালো অস্ত্রের আঘাতে মোহন ও হৃদয় গুরুতর আহত হন। এ সময় সঙ্গীয় জনি পালিয়ে যায়।


স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে তাদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১১টার দিকে মোহন মারা যান। আহত হৃদয় বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।


এ ঘটনার পর ৪৭ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক মো. জাকিরুল ইসলামের নেতৃত্বে বিজিবির একটি বিশেষ টহল দল শনিবার ভোররাতে হত্যাকাণ্ডে অভিযুক্তদের ধরতে সীমান্ত সংলগ্ন জামালপুর, ঠোটারপাড়া, মহিষকুন্ডি ও আশ্রয়ণ এলাকায় অভিযান চালায়। অভিযানে ভোর সাড়ে ৩টার দিকে পুরাতন ঠোটারপাড়া এলাকা থেকে হত্যাকাণ্ডে জড়িত ও চিহ্নিত মাদক চোরাকারবারি সোহেলকে (২৮) আটক করা হয়।


আরও পড়ুন: ফরিদপুরে বস্তিতে রাতভর অভিযান, বিপুল মাদক-অস্ত্রসহ আটক ১৫


আটক সোহেলের কাছ থেকে ৭৫ বোতল ভারতীয় ফেনসিডিল ও ১৭ বোতল (৫০ এমএল) ভারতীয় এলএসডি উদ্ধার করা হয়েছে। বিজিবি সূত্র জানায়, উদ্ধার হওয়া মাদকের আনুমানিক বাজারমূল্য ৮ কোটি ৮৪ লাখ ৩০ হাজার টাকা। সোহেল ঠোটারপাড়া গ্রামের কুখ্যাত মাদক সম্রাট মিল্টনের ছেলে। পরে শনিবার (২৮ জুন) দুপুরে আটক আসামিকে মাদকসহ দৌলতপুর থানায় হস্তান্তর করা হয়।


এ বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা বলেন, 'মাদক চোরাচালান সংক্রান্ত পূর্ব বিরোধ ও দ্বন্দ্বের জেরে এ হামলার ঘটনা ঘটে। প্রতিপক্ষের হামলায় রামদার আঘাতে মোহন নামে একজন নিহত হয়েছে। হত্যাকাণ্ডে জড়িত সোহেলকে বিজিবি আটক করে আমাদের কাছে হস্তান্তর করেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া মর্গে পাঠানো হয়েছে।'

]]>
সম্পূর্ণ পড়ুন