বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুরে হত্যাকাণ্ডের সঙ্গে সরাসরি সম্পৃক্ত ইজাজুল হোসেন নামের একজনকে গ্রেফতারের পর সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র্যাব-৬ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নিস্তার আহমেদ।
র্যাব অধিনায়ক বলেন, ‘খুলনার আদালত চত্বরে নৃশংস ডাবল মার্ডারের ঘটনা ঘটে। ওই ঘটনায় বিভিন্ন সিসিটিভি ফুটেজ ও মোবাইলের ভিডিও যাচাই করে সাতজনকে শনাক্ত করেছে র্যাব। এরমধ্যে হত্যাকাণ্ডের সঙ্গে সরাসরি জড়িত ইজাজুল হোসেন নামের একজনকে রূপসার আইচগাতি এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।’
আরও পড়ুন: খুলনায় যুবককে গুলি করে হত্যা করলো দুর্বৃত্তরা
তিনি আরও জানান, এ ঘটনায় জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান চলমান রয়েছে।
এর আগে গত ৩০ নভেম্বর দুপুরে খুলনা মহানগর ও দায়রা জজ আদালতের সামনে রাজন ও হাসিব নামের দুজনকে কুপিয়ে ও গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো মামলা না করায় তিনদিন পর সদর থানা পুলিশ বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করে।
]]>
৪ সপ্তাহ আগে
৬








Bengali (BD) ·
English (US) ·