মাত্র ৩৪ বছরেই কেন অবসরের ডাক দিলেন ভারতীয় পেসার?

৪ সপ্তাহ আগে
২০১৮ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় সিদ্ধার্ত কৌলের। তবে ২০১৯ সালের পর আর কোনো ফরম্যাটে ভারতের জার্সি গায়ে জড়ানোর সুযোগ হয়নি তার। বর্তমানে যে পরিমাণ প্রতিযোগিতা ভারতীয় দলে, সেক্ষেত্রে আর দলে সুযোগ পাওয়ার সম্ভাবনাও খুব কম এই ক্রিকেটারের। আর তাই অবসরের ডাক দিলেন এই পেসার।

অবসরে যাওয়ার পেছনে অবশ্য আরও একটা কারণ আছে কৌলের। আসন্ন আইপিএলে কোনো দল পাননি এই পেসার। ভারতীয় ক্রিকেটার হওয়ায় খেলার সুযোগ নেই বাইরের কোনো লিগেও খেলার। তাই ফিটনেস থাকতেই বাইরের বিভিন্ন লিগে খেলার আশায় অবসরের সিদ্ধান্তটি নিয়েছেন তিনি।    

 

অবসরের পর আর ভারতীয় বোর্ডের সঙ্গে কোনো সম্পর্ক থাকবে না এই ক্রিকেটারের। সেক্ষেত্রে বিদেশি লিগে খেলার ক্ষেত্রেও আর কোনো বাধা থাকবে না তার।

 

ভারতের জার্সিতে তিনটি করে ওয়ানডে এবং টি-টোয়েন্টি খেলেছেন কৌল, যার সর্বশেষটা ছিল ২০১৯ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে। ৬ ম্যাচের আন্তর্জাতিক ক্যারিয়ারে ৪টি উইকেট নিয়েছেন কৌল। তবে এর সবগুলোই এসেছেটি-টোয়েন্টি ক্রিকেটে। ওয়ানডেতে তিন ম্যাচে কোনো উইকেটই পাননি এই পেসার।

 

বিরাট কোহলির নেতৃত্বাধীন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী দলের অন্যতম সদস্য ছিলেন কৌল। আইপিএলে খেলেছেন কলকাতা নাইট রাইডার্স, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং সানরাইজার্স হায়দরাবাদের মতো ফ্র্যাঞ্চাইজিতে।

 

প্রথম শ্রেণির ক্রিকেট ১৭ বছরে ২৯৭ উইকেট নিয়েছেন কৌল। প্রথম শ্রেণির ক্রিকেটে ১৭ বছরের ক্যারিয়ারে ৮৮ ম্যাচে ২৯৭ উইকেট তার। গত মে মাসে কাউন্টি চ্যাম্পিয়নশিপে নর্থ্যাম্পটনশায়ারের হয়ে তিনটি ম্যাচ খেলে ১৩ উইকেট শিকার করেন তিনি। তবে রাঞ্জি ট্রফির নতুন মৌসুমে পাঞ্জাবের হয়ে দুই ম্যাচ খেলে উইকেট পাননি। লিস্ট ‘এ’ ক্রিকেটে ১১১ ম্যাচে উইকেট ১৯৯টি।  
 

]]>
সম্পূর্ণ পড়ুন