মাত্র ১২০ টাকায় পুলিশের চাকরি পেলো ৫০ জন

৪ সপ্তাহ আগে
টাঙ্গাইলে পুলিশের রিক্রুট পদে মাত্র ১২০ টাকার পোস্টাল অর্ডার জমা দিয়ে মেধা তালিকায় চূড়ান্ত নিয়োগ পেলো ৫০জন। আরও ১০ জন প্রার্থীকে অপেক্ষমাণ হিসেবে রাখা হয়েছে। মেধা তালিকায় চাকরি পেয়ে খুশি প্রার্থীরা।

জুন-২০২৫ এ বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। পুলিশ হেডকোয়ার্টার্সের প্রিলিমিনারি স্ক্রিনিং বাছাই শেষে টাঙ্গাইল জেলায় আবেদনকারী প্রার্থীদের মধ্যে পুরুষ ৩০৭৩ জন ও নারী ২৩৯ জন'সহ মোট ৩৩১২ জন প্রার্থী কৃতকার্য হয়। গত ১০ আগস্ট  শারীরিক মাপ ও কাগজপত্র যাচাই এর মাধ্যমে অংশগ্রহণকারীদের মধ্য থেকে পুরুষ ১৫০৩ জন ও নারী ৪৮ জনসহ মোট ১৫৫১ জনকে প্রার্থী যোগ্য বিবেচিত করা হয়।


এরপর ১১ আগস্ট  ১৫৫১ জন প্রার্থীর মধ্যে শারীরিক সহনশীলতা পরীক্ষায় পুরুষ ১২১৩ জন ও নারী ৪১ জনসহ মোট ১২৫৪ জন প্রার্থী যোগ্য বিবেচিত হয়। ১২ আগস্ট শারীরিক সহনশীলতা পরীক্ষায় পুরুষ ৭২৮ জন ও নারী ৩৯ জনসহ মোট ৭৬৭ জন প্রার্থী লিখিত পরীক্ষার জন্য যোগ্য বিবেচিত হয়।


আরও পড়ুন: আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, টঙ্গীর দুই ওসিকে রাতারাতি বদলি


গত ২৩ আগস্ট  লিখিত পরীক্ষার জন্য যোগ্য বিবেচিত ৭৬৭ প্রার্থীর মধ্যে পুরুষ ৭১৯ ও নারী ৩৮ জনসহ সর্বমোট ৭৫৭ জন প্রার্থী লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করেন। এরমধ্যে  ৮৬ জন প্রার্থী লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হন। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ৮৬ জন প্রার্থীর মৌখিক পরীক্ষা গ্রহণ শেষে ৫০ জন প্রার্থী টিআরসি পদে নিয়োগযোগ্য এবং ১০ জন অপেক্ষমাণ হিসেবে বিবেচিত বলে ফলাফল ঘোষণা করা হয়। ফলাফল শেষে পুলিশ সুপার প্রার্থীদের হাতে ফুল দিয়ে অভিনন্দন জানান এবং মুখে মিষ্টি তুলে দেন। চুড়ান্ত বাছাই পর্বে নির্বাচিত হয়ে খুশি প্রার্থীরা। দেশ সেবায় দায়িত্বের সঙ্গে নিজেদের নিয়োজিত রাখবে বলেও জানান তারা।


টাঙ্গাইল পুলিশ সুপার মো. মিজানুর রহমান বলেন, শতভাগ স্বচ্ছতার সঙ্গে টাঙ্গাইলে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ, জুন-২০২৫ এর নিয়োগ পরীক্ষা সম্পন্ন করে ফলাফল ঘোষণা করা হয়েছে।

]]>
সম্পূর্ণ পড়ুন