সোমবার সকালে ঢাকায় এসে বিকাল পাঁচটার জাতীয় দলের অনুশীলনে উপস্থিত হন হামজা চৌধুরী। চোখে-মুখে ক্লান্তির কোনও ছাপ নেই, ফুরফুরে! আগের মতোই হাসিখুশি দেখা গেলো লেস্টার সিটির এই ডিফেন্সিভ মিডফিল্ডারকে।
ভ্রমণ-ক্লান্তি বিবেচনায় নিয়েই জাতীয় স্টেডিয়ামে সোমবার হামজাকে অনুশীলনে নামানোর ক্ষেত্রে একটু দোটানা ছিল কোচ হাভিয়ের কাবরেরার। তবে দলের সূত্রের খবর, হামজা নাকি নিজেই চেয়েছেন সতীর্থদের সঙ্গে অনুশীলন... বিস্তারিত