ইনজুরি কাটিয়ে মাঠে ফেরার অপেক্ষায় ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার। এই ব্রাজিলিয়ান সুপারস্টার এক বার্তায় 'কাজে ফেরা'র কথা জানিয়েছেন, কারণ এই ৩২ বছর বয়সী আরও একবার চোট থেকে সেরে ওঠার পটহে আছেন।
২০২৩ সালে সৌদি প্রো লিগের দল আল হিলালে যোগ দেয়ার পর সেভাবে আর মাঠে নামতেই পারেননি নেইমার। এই দক্ষিণ আমেরিকান ফিটনেস ইস্যুতে ক্লাবটিকে হতাশ করেছেন। এই দীর্ঘ সময়ে মাত্র ৭টি ম্যাচ খেলে একটি গোল করেছেন নেইমার। আগামী বছর জুনে আল হিলালের সঙ্গে তার চুক্তির মেয়াদ শেষ হবে। তবে উভয় পক্ষ চাইলেই আরও এক বছরের জন্য চুক্তি করার সুযোগ আছে। ২০২৬ সালে ব্রাজিলের হয়ে বিশ্বকাপে অংশ নেয়ার আগে আগামী বছর সৌদি ক্লাবটির হয়ে ফিফার ক্লাব বিশ্বকাপে খেলতে আগ্রহী নেইমার।
আরও পড়ুন: ইয়ামালকে নিয়ে শঙ্কায় বার্সেলোনা
কিন্তু নেইমারের ভবিষ্যৎ তার নিজের হাতে নেই। গুঞ্জন আছে, এই শীতেইর দলবদলেই ৩২ বছর বয়সী ব্রাজিলিয়ান তারকার সঙ্গে চুক্তি শেষ করতে চায় আল হিলাল। তার জায়গায় আরও একজন বিদেশি বড় তারকা দলে ভেড়াতে চায় তারা। গণমাধ্যমের খবর অনুযায়ী, আল নাসর থেকে ক্রিস্টিয়ানো রোনালদোকে দলে ভেড়াতে চায় আল হিলাল।
তবে নেইমার সেসব গুঞ্জনে কান দিচ্ছেন না। মধ্যপ্রাচ্যের ক্লাবটি যে প্রত্যাশা নিয়ে তাকে দলে ভিড়িয়েছে, তাদের ভরসার মূল্য দিতে চান তিনি। এই মুহূর্তে ইনজুরি থেকে সেরে উঠতে পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছেন তিনি। এরই মধ্যে হালকা অনুশীলনও শুরু করেছেন নেইমার। আর অনুশীলনে ফেরার খবরটাই সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্ত-সমর্থকদের সঙ্গে ভাগাভাগি করেছেন তিনি।