মাঠে গরু আনতে গিয়ে বজ্রপাতে কৃষকের মৃত্যু

৩ সপ্তাহ আগে
ঝালকাঠির কাঁঠালিয়ায় মাঠে গরু আনতে গিয়ে বজ্রপাতে অলিউর রহমান বিশ্বাস নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দুপুরে উপজেলার আওরাবুনিয়া ইউনিয়নের ছোট কৈখালী গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত অলিউর রহমান ওই গ্রামের কাছেম আলী বিশ্বাসের ছেলে।

 

স্থানীয় ইউপি সদস্য মো.ইউনুছ মুন্সি জানান, দুপুরে  আকাশে মেঘ দেখে নিজ বাড়ির পাশের মাঠে গরু আনতে যান অলিউর। এসম হঠাৎ বজ্রপাতের শিকার হন তিনি। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে পাশের রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

 

কাঁঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মংচেনলা বলেন, বিষয়টি দুঃখজনক। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হবে।
 

]]>
সম্পূর্ণ পড়ুন