মাঝ-আকাশে ফের বিপত্তি এয়ার ইন্ডিয়ার বিমানে!

১ দিন আগে
ভারতের জয়পুর বিমানবন্দর থেকে উড্ডয়নের ১৮ মিনিট পরে আবার জয়পুরে ফিরে এলো মুম্বাইগামী এয়ার ইন্ডিয়ার একটি বিমান। বিমানটি কেন ফেরানো হলো তা এখনো স্পষ্ট নয়।

বিমান ট্র্যাকিং ওয়েবসাইট ‘ফ্লাইটরাডার’-এর তথ্য অনুযায়ী, শুক্রবার (২৫ জুলাই) দুপুর ১টা ৩৫ মিনিটে জয়পুর বিমানবন্দর থেকে মুম্বাইয়ের উড়াল দেয় এআই৬১২ এয়ার ইন্ডিয়ার একটি বিমান। কিন্তু কিছুক্ষণ পরেই বিমানটি আবার ফিরে আসে মূল বিমানবন্দরে। ওয়েবসাইটে দেখা যায়, সংশ্লিষ্ট ওই বিমানের পাশে জয়পুরে ‘ডাইভার্টেড’ বলে লেখা রয়েছে।

 

মাঝ-আকাশে কেন ওই বিমানটি ‘ইউটার্ন’ নিয়ে জয়পুরে ফিরল, তার কারণ এখনো জানা যায়নি। বিমান সংস্থার পক্ষ থেকেও শুক্রবার সন্ধ্যা পর্যন্ত এ বিষয়ে কিছু জানানো হয়নি। 

 

তবে সূত্রের খবর দিয়ে ভারতের সংবাদমাধ্যমগুলো বলছে, ওই বিমানে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে। সেই কারণে পাইলট বিমানটি জয়পুরে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেন।

 

গত মাসে আহমেদাবাদে ভয়াবহ বিমান দুর্ঘটনার পর থেকে বারবার দুর্ঘটনার মুখে পড়েছে এয়ার ইন্ডিয়া। প্রশ্ন উঠেছে বোয়িং ড্রিমলাইনারের সুরক্ষা নিয়েও।

 

আরও পড়ুন: দিল্লিতে অবতরণের পরই এয়ার ইন্ডিয়ার বিমানে আগুন

 

গত সোমবার (২১ জুলাই) এয়ার ইন্ডিয়ার একটি বিমান দুর্ঘটনার কবলে পড়ে। স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেই ভারতের কোচি থেকে মুম্বাইয়ে অবতরণ করছিল এয়ার ইন্ডিয়ার ওই বিমানটি। তবে প্রবল বৃষ্টির মাঝে অবতরণের সময় দুর্ঘটনাবশত রানওয়ে থেকে পিছলে যায় বিমানের চাকা। পাইলট বিমানটিকে ফের রানওয়েতে ফেরানোর চেষ্টা করলেও ব্যর্থ হন। পরিস্থিতি এতটাই গুরুতর আকার নেয় যে বিমানের তিনটি চাকা ফেটে যায়। ক্ষতিগ্রস্ত হয় বিমানের ইঞ্জিন।

 

এছাড়া মঙ্গলবার দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার পরই আগুন ধরে যায় এয়ার ইন্ডিয়ার একটি বিমানে।

 

সূত্র: হিন্দুস্তান টাইমস
 

 

]]>
সম্পূর্ণ পড়ুন