সম্প্রতি এক সাক্ষাৎকারে নিলয় আলমগীর বলেন, ‘মাকে বিশেষ একটা দিনে শুভেচ্ছা জানাতে চাই না আমি ৩৬৫ দিনের শুভেচ্ছা জানাতে চাই। আর মা দিবস মানে শুধু নিজের মা না আমরা যাতে চেষ্টা করি যে পৃথিবীর সব প্রাণীর মাকে আমরা সম্মান করতে পারি, শ্রদ্ধা করতে পারি।’
তার কথায়, ‘আমার ব্যাপারে মা-বাবা দুজনই খুব সাপোর্টিভ। আমি মিডিয়াতে কাজ করছি বা আমি যখন যেটা করি মা সবসময় আমাকে সাপোর্ট করেছেন। কিন্তু ছোটোবেলায় কিছু মনে আছে কিছু নেই যে এখন শুনি মা ছোটোবেলায় পড়াশোনা না করলে মারতো বা সন্ধ্যায় যদি বাসায় ফিরতে একটু লেট করতাম তখন মারতো সারাক্ষণ খেলাধুলা করলে তখন বকা দিত।’
আরও পড়ুন: গুরুতর আহত তটিনী
‘এখন তো আসলে বড় হয়ে যাওয়ার পরে বা অত বেশি বকা দেয় না যেটা পছন্দ না হয় একটু অভিমান করে বা সরাসরি বলে যে, এটা পছন্দ হচ্ছে না বা এটা ভালো হয়েছে এগুলো বলে। যখন জন্মদিন থাকে বা মা দিবসে গিফট দেয়ার চেষ্টা করি আর অবশ্যই কেক কাটার চেষ্টা করি বাসায় ফুল নিয়ে যাওয়ার চেষ্টা করি এভাবে খুশি করার চেষ্টা করি। ছোটোবেলায় তো আমি আমার মাকে সব থেকে বেশি কাছে পেয়েছি। কিন্তু আমাকে দুজনই সমানভাবে ভালোবাসে। আমিও দুজনকেই ভালোবাসি।’
মায়ের কথা উল্লেখ করে নিলয় বলেন, ‘আমার স্বপ্ন সবসময় বাবা মাকে খুশি রাখবো। তাদের ভালো রাখবো এটাই আমার স্বপ্ন। আমার মাকে আমি বলতে চাই আমি তাকে অনেক ভালোবাসি। আমার জীবনের সবকিছু আমার মাকে ঘিরে। আমার পৃথিবীটাই মা।’
তিনি আরও বলেন, ‘সন্তানদের জন্য খুবই ব্যাড লাক। যদি মা-বাবা বেঁচে থাকার পরও তারা বৃদ্ধাশ্রমে থাকে। আসলে বাবা মার সেবা করা এটা তো সবার ভাগ্যে থাকে না। যাদের থাকার পরও মিস করে তাদের ব্যাপারে আসলে কিছু বলার নাই।’
আরও পড়ুন: সুখবর দিলেন হিমি, অভিনন্দন জানালেন নিলয়
নিলয় আলমগীর ২০০৯ সালে ফেয়ার এন্ড লাভলী সুপার হিরো সুপার হিরোইন প্রতিযোগিতায় বিজয়ী হওয়ার পর চলচ্চিত্র ও টিভি মিডিয়াতে তার যাত্রা শুরু করেন। মাসুদ কায়নাত পরিচালিত ‘বেইলী রোড’ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে তিনি চলচ্চিত্রে আত্মপ্রকাশ করেন। তার সর্বশেষ সিনেমা ‘অল্প অল্প প্রেমের গল্প’ ২৯ আগস্ট ২০১৪-তে মুক্তি পায়।