দুর্ঘটনা রোধে শুক্রবার (৪ জানুয়ারি) দিবাগত রাতে এক্সপ্রেসওয়েতে আকস্মিক এই অভিযান চালায় হাইওয়ে পুলিশ গাজীপুর রিজিয়ন।
অভিযানে হাইওয়ে পুলিশের আটটি টহল, মুন্সীগঞ্জ জেলা পুলিশের তিনটি টহল ও র্যাব-১০ এর একটি টহল দল অংশ নেয়। মধ্যরাত থেকে ভোর ৪টা পর্যন্ত চলে এই অভিযান। এতে নেতৃত্ব দেন হাইওয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজি ড. আ. ক. ম. আকতারুজ্জামান বসুনিয়া।
আরও পড়ুন: ঘন কুয়াশায় এক্সপ্রেসওয়েতে ঝরল ৪ প্রাণ, আহত ২১
তিনি জানান, ধলেশ্বরী টোল প্লাজা পয়েন্টে যানবাহনে কাগজপত্র চেক করা হয়। এ সময় চারটি বাস ও একটি মোটরসাইকেলের কোনো প্রকার কাগজপত্র না থাকায় জব্দ করা হয়। বাসগুরোর যাত্রীদের বিকল্প ব্যবস্থায় ঢাকা পৌঁছানোর ব্যবস্থা করে পুলিশ।
]]>