শুক্রবার (২০ জুন) রাত সাড়ে ৮টার দিকে ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত চালক শেখ ইবনে হিরো (৩৬) গোপালগঞ্জ জেলার কাশিয়ানী ঘোনাপড়া গ্রামের সরুজ শেখের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকামুখী একটি প্রাইভেটকারের চাকা নষ্ট হয়ে গেলে চালক ও যাত্রীরা তা মেরামতের চেষ্টা করছিলেন। এ সময় পেছন দিক থেকে দ্রুতগতির একটি হাইস মাইক্রোবাস এসে প্রাইভেটকারটিকে সজোরে ধাক্কা দেয়। এরপর বিএম পরিবহনের একটি যাত্রীবাহী বাস মাইক্রোবাসটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে তিনটি যানবাহনই দুমড়ে-মুচড়ে যায়।
আরও পড়ুন: ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনায় স্ত্রী নিহত, স্বামী আহত
খবর পেয়ে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা চালায়। গুরুতর আহত অবস্থায় পাঁচজনকে স্থানীয় হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মো. সফিকুল ইসলাম জানান, দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে নেওয়ার পর এক্সপ্রেসওয়ের যান চলাচল স্বাভাবিক হয়।
এদিকে দুর্ঘটনা কবলিত যাত্রীবাহী বাস ও মাইক্রোটিক জব্দ করেছে পুলিশ। তবে ঘটনার পর পালিয়েছে অভিযুক্ত বাস চালক ও হেলপার।
বিষয়টি নিশ্চিত করে হাঁসাড়া হাইওয়ে থানার ইনচার্জ আব্দুল কাদের জিলানী জানান, আইনগত প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
এদিকে একটি যান সরিয়ে নেয় হয়েছে। আরও দুটি যান সারানোর চেষ্টা চলছে। আড়াই ঘন্টা ধরে যান চলাচল বিঘ্নিত হচ্ছে।
]]>