মঙ্গলবার (১৭ জুন) দুপুর থেকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের সামনে এ কর্মসূচি পালন করছেন তারা।
অবস্থান কর্মসূচিতে আসা প্রার্থীরা জানান, ২০২০ সালে মাউশির প্রদর্শক, গবেষণা সহকারী (কলেজ), ল্যাবরেটরি সহকারী ও সহকারী গ্রন্থাগারিক কাম ক্যাটালগার পদসহ আরও কয়েকটি পদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। ২০২১ সালে সব পদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্রদর্শক, গবেষণা সহকারী (কলেজ), ল্যাবরেটরি সহকারী ও সহকারী গ্রন্থাগারিক কাম ক্যাটালগার-এ চারটি বাদে অন্য পদগুলোর নিয়োগ কার্যক্রম শেষ হয়েছে। কিন্তু এই চার পদে লিখিত ও ভাইভা শেষ হলেও চূড়ান্ত ফল প্রকাশ করা হচ্ছে না।
আরও পড়ুন: শিক্ষাবৃত্তি নিয়ে মাউশির জরুরি নির্দেশনা
তারা বলেন, ‘নানা জটিলতা কাটিয়ে প্রায় আড়াই বছর পরে গত বছরের ২৪ এপ্রিল প্রদর্শক, গবেষণা সহকারী (কলেজ), ল্যাবরেটরি সহকারী ও সহকারী গ্রন্থাগারিক কাম ক্যাটালগার পদের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এরপর লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের মৌখিক পরীক্ষা নেয়া হয়। নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের চার বছর শেষ হয়ে পঞ্চম বছর চলছে এবং ভাইভা নেয়ার এক বছর শেষ হয়েছে। তবুও চূড়ান্ত ফল প্রকাশ করা হচ্ছে না। আমরা মাউশিতে যোগাযোগ করলে জানানো হয়েছিল, কোটাসংক্রান্ত সমস্যার সমাধান হলে তিন কর্মদিবসের মধ্যে চূড়ান্ত ফল প্রকাশ করা হবে। কোটাসংক্রান্ত সমস্যা সমাধান করে মতামত দিয়ে শিক্ষা মন্ত্রণালয় গত ২৭ নভেম্বর মাউশিতে চিঠি দিয়েছে। তবুও চূড়ান্ত ফল প্রকাশ করা হচ্ছে না।’
অবস্থান কর্মসূচিতে আসা প্রার্থীরা আরও বলেন, ‘আমরা বৃষ্টিতে ভিজে ন্যায্য দাবি আদায়ে অবস্থান কর্মসূচি পালন করছি। আমাদের অনেকের সরকারি চাকরির বয়স শেষ হয়েছে। তাই এই ফলাফল নিয়ে উদ্বিগ্ন ও দুশ্চিন্তায় দিন পার করছি। আমাদের একটাই দাবি, ৪৮ ঘণ্টার মধ্যে চূড়ান্ত ফল প্রকাশ করা হোক।’