মাইলস্টোনে বিমান বিধ্বস্ত: মানসিক স্বাস্থ্যসেবা দিতে হটলাইন চালু

৩ সপ্তাহ আগে
মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনায় ক্ষতিগ্রস্তদের মানসিক স্বাস্থ্যসেবা দিতে হটলাইন নম্বর চালু করেছে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট। সেইসঙ্গে মানসিক স্বাস্থ্য সেবার জন্য হাসপাতালের জরুরি বিভাগ ২৪ ঘণ্টাই খোলা রয়েছে।

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাইকিয়াট্রিসের (বিএপি) উদ্যোগে এই সেবা চালু করা হয়েছে।

 

হটলাইন নম্বরের মধ্যে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত খোলা থাকবে ০১৮৩৫১৫৪৩৪১ অথবা ০১৮৩৫১৫৫৫২১, দুপুর ২টা থেকে বিকেল ৬টা পর্যন্ত খোলা থাকবে ০১৮৩৫১৫৩২৬২ অথবা ০১৮৩৫১৫৪৩৪০, বিকেল ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে ০১৮৩৫১৫৩০০৫ অথবা ০১৮৩৫১৫৬২৬২ নম্বর।

 

গত সোমবার (২১ জুলাই) দুপুরে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিমান বাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। এতে বহু শিক্ষার্থী হতাহতের ঘটনা ঘটে।

 

আজ বুধবার (২৩ জুলাই) সন্ধ্যায় প্রধান উপদেষ্টার ফেসবুক পেজ থাকা জানানো হয়েছে, দগ্ধ ১৩ জন হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। বর্তমানে বিভিন্ন হাসপাতালে ৫৭ জন চিকিৎসাধীন রয়েছেন।

 

আরও পড়ুন: বার্ন ইনস্টিটিউটে ১১ জনের মৃত্যু, ক্রিটিকাল ৮: পরিচালক নাসির উদ্দিন

 

এখন পর্যন্ত বিমান বিধ্বস্তের ঘটনায় ২৯ জনের প্রাণহানি হয়েছে। বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ৫৭ জন। সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে ১৫ জন। আর বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে মারা গেছেন ১১ জন।

 

তবে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের তথ্যমতে শেষ খবর পাওয়া পর্যন্ত ৩২ জন মারা গেছেন। 

]]>
সম্পূর্ণ পড়ুন