যুগগত প্রয়োজনে কবি এ চরিত্রকে সম্পূর্ণ নতুনভাবে সৃষ্টি করেছেন এবং এ চরিত্রে মানবতাবোধ সুস্পষ্ট হয়ে উঠেছে।....রাবণ তাঁর কাব্যে রাক্ষস হলেও মহৎগুণে মণ্ডিত।...সে কর্তব্যপরায়ণ সম্রাট, প্রজাবত্সল রাজা, সন্তানবত্সল পিতা, স্নেহবত্সল ভ্রাতা এবং অনুরাগী স্বামী।