মা হারানো মেয়েকে নিয়ে থাকার অনুমতি পেলেন বাংলাদেশি বাবা

৩ সপ্তাহ আগে
মালয়েশিয়ায় কঠিন পরিস্থিতিতে থাকা প্রবাসী বাংলাদেশি মোহাম্মদ আলাউদ্দিন (৩৫) অবশেষে তার দীর্ঘমেয়াদী সামাজিক ভিজিট পাস (পিএলএস) পেয়েছেন। এই পাস অনুযায়ী তিনি দীর্ঘমেয়াদে মালয়েশিয়ায় থাকার অনুমতি পেলেন।

গত মাসে মালয়েশিয়ান স্ত্রী নিহত হওয়ার পর তিনি মেয়েকে নিয়ে বিপাকে পড়েন।


এরপর তার মালয়েশিয়ান নাগরিক কন্যাকে দেখাশোনা করার জন্য দীর্ঘমেয়াদী সামাজিক ভিজিট পাস (পিএলএস) পাওয়ায় স্বস্তি প্রকাশ করেন আলাউদ্দিন। 

 

আরও পড়ুন:মালয়েশিয়ায় কার নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর নিচে, বাংলাদেশি চালক গুরুতর আহত

 

দেশটির অভিবাসন বিভাগ থেকে এই অনুমোদন পাওয়ায় তিনি কৃতজ্ঞতাও জানান।   

 

অভিবাসন বিভাগের অনুমোদন অনুযায়ী দীর্ঘ সময় মালয়েশিয়াতেই তার ৭ বছর বয়সী একমাত্র কন্যা সিতি আমিনাহকে নিয়ে থাকতে পারবেন আলাউদ্দিন।


অভিবাসন নিয়ে সহযোগিতা করার জন্য তিনি মালয়েশিয়ার একাধিক স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ সংস্থা ও দেশের হৃদয়বান ব্যক্তিদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। 

 

আলাউদ্দিন স্থানীয় সংবাদ মাধ্যমকে জানান, তার একমাত্র কন্যা সিতি আমিনাহ একজন বিশেষ চাহিদাসম্পন্ন শিশু। সামজিক ভিজিট পাস পাওয়ায় এখন তার মেয়েকে দেখাশোনা করা তার জন্য অনেকটা সহজ হয়ে গেল। 

 

আরও পড়ুন:ঈদ উপলক্ষে মালয়েশিয়ার মসজিদে প্রবাসীদের মিলনমেলা

 

]]>
সম্পূর্ণ পড়ুন