মা ইলিশ রক্ষা অভিযান: ভোলায় ২৬টি বরফকল সিলগালা

৫ দিন আগে
ভোলার চরফ্যাশনে ইলিশের প্রধান প্রজনন মৌসুমের নিষেধাজ্ঞার অমান্য করে বরফ মজুতের দায়ে মাছ ধরার সাত ট্রলারকে ৩৪ হাজার টাকা জরিমানা করেছে মৎস্য বিভাগ। এ সময় আরও ২৬টি বরফকলকে সিলগালা করা হয়েছে।

রোববার (৫ অক্টোবর) উপজেলার মাদ্রাজ ইউনিয়নের মেঘনা নদীর তীরবর্তী এলাকায় অভিযান চালিয়ে  ট্রলারকে জরিমানা ও বরফকলগুলোকে সিলগালা করা হয়।


এছাড়া অভিযানের দ্বিতীয় দিন রোববার পৃথক অভিযানে ভোলা সদর উপজেলায় দুই হাজার মিটার জাল জব্দ করা হয়, দৌলতখান উপজেলায় দুই জেলে আটক, লালমোহন উপজেলায় পাঁচ হাজার মিটার জাল জব্দ, মনপুরা উপজেলায় এক হাজার মিটার জাল ও একটি ট্রলার জব্দ করা হয়েছে।

আরও পড়ুন: নিষেধাজ্ঞার আগে ২ রাজা ইলিশে আনন্দে ভাসছেন কাশেম মাঝি

মৎস্য অফিস সূত্রে জানা গেছে, ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষা অভিযানের অংশ হিসেবে চরফ্যাশনের বিভিন্ন এলাকায় মৎস্য বিভাগ, পুলিশ ও নৌ বাহিনীর সমন্বয়ে অভিযান পরিচালনা করা হয়। এ সময় বরফ মজুতের দায়ে সাতটি মাছ ধরার ট্রলারকে ৩৪ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ২২ দিনের নিষেধাজ্ঞাকালীন যাতে করে বরফ উৎপাদন করতে না পারে সে জন্য ২৬টি বরফকলকে সিলগালা করা করা হয়।


বিষয়টি নিশ্চিত করে চরফ্যাশন উপজেলা মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার অপু জানান, মা ইলিশ রক্ষা অভিযান শতভাগ সফল করতে ভোলার চরফ্যাশন বিভিন্ন মাছঘাট এলাকায় অবস্থিত ২৬টি বরফ কল ২২ দিনের সিলগালা করা হয়েছে। এছাড়াও ৭টি ট্রলারে বরফ মজুত করার দায়ে ৩৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

]]>
সম্পূর্ণ পড়ুন