মহেশপুর সীমান্তে ৩১টি স্বর্ণের বার উদ্ধার

২১ ঘন্টা আগে
ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে ভারতে পাচারকালে ৩১টি স্বর্ণের বার উদ্ধার করেছে বিজিবি।

শনিবার (২৬ জুলাই) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার মহেশপুর সীমান্তের কুমিল্লাপাড়া বিওপি এলাকায় অভিযান চালিয়ে এসব স্বর্ণের বার উদ্ধার করা হয়।
 

উদ্ধারকৃত স্বর্ণের বারের ওজন ৪ কেজি ২০৩ দশমিক ১১ গ্রাম। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৫ কোটি ৮৩ লাখ ৩ হাজার ৬১৮ টাকা।
 

শনিবার (২৬ জুলাই) দুপুর দেড়টার দিকে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) ব্যাটেলিয়নের সহকারী পরিচালক ও ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার মুন্সি ইমদাদুর রহমানের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
 

আরও পড়ুন:  যশোরে ৮টি স্বর্ণের বারসহ আটক ২
 

বিজিবি জানিয়েছে, ভোর সাড়ে ৫টার দিকে কুমিল্লাপাড়া বিওপির একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে সীমান্তের মেইন পিলার ৬০/৭০-আর এর কাছাকাছি এলাকায় অভিযান চালায়। এসময় সন্দেহভাজন এক ব্যক্তিকে বিজিবি চ্যালেঞ্জ করলে তিনটি পোটলা ফেলে অজ্ঞাতপরিচয় ব্যক্তি ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়। পরে বিজিবি সদস্যরা ওই পোটলা থেকে ৩১টি স্বর্ণের বার উদ্ধার করে। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব না হলেও চোরাচালান চক্রকে চিহ্নিত করার জন্য অভিযান চলছে বলেও জানান তিনি।
 

মহেশপুর ৫৮ বিজিবির  অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রফিকুল আলম বলেন, সীমান্তবর্তী এলাকায় নজরদারি ও চোরাকারবারিদের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। উদ্ধারকৃত স্বর্ণের ব্যাপারে মহেশপুর থানায় জিডি করা হয়েছে। জব্দ তালিকা তৈরি করে তা ঝিনাইদহ জেলা কোষাগারে জমা দেয়ার প্রক্রিয়া চলছে।
 

মহেশপুর থানার ওসি সাজ্জাদুর রহমান বলেন, উদ্ধারকৃত স্বর্ণের বারের বিষয়ে থানায় জিডি হয়েছে। এ বিষয়ে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

]]>
সম্পূর্ণ পড়ুন