মঙ্গলবার (১৭ জুন) বিকেলে মহেশপুর ৫৮ বিজিবির কাছে আনুষ্ঠানিকভাবে তাদের হস্তান্তর করা হয়।
সন্ধ্যায় বিজিবি’র পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়, দুপুরে ভারতের ১৯৪ বিএসএফ ব্যাটালিয়নের অধীনস্থ পাখিউড়া ক্যাম্পের পক্ষ থেকে যোগাযোগ করে জানানো হয় তাদের সদস্যরা সীমান্ত অতিক্রমের সময় ১০ বাংলাদেশিকে আটক করেছে। আটককৃতদের মধ্যে ২ জন পুরুষ, ৫ জন নারী এবং ৩ জন শিশু রয়েছে। বিএসএফ আটককৃতদের তথ্য দিয়ে মানবিক কারণে তাদের ফেরত নিতে অনুরোধ জানালে বিকেলে ৬০/১২৩-আর সীমান্ত পিলারের কাছে শূন্যরেখায় দুই বাহিনীর বিওপি কমান্ডার পর্যায়ে এক পতাকা বৈঠকের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ওই ১০ জনকে বিএসএফ বিজিবির কাছে হস্তান্তর করে।
আরও পড়ুন: পুশইনের শিকার ভারতীয় দম্পতিকে ফেরত পাঠালো বিজিবি
মহেশপুর ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার ও সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ‘আমরা আটককৃতদের নিরাপদে গ্রহণ করেছি এবং নিয়ম অনুযায়ী তাদের মহেশপুর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।’