বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকেলে মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক মুন্সি ইমদাদুর রহমানের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আরও পড়ুন: মহেশপুর সীমান্তে ১১ বাংলাদেশিকে বিএসএফের হস্তান্তর
এতে জানানো হয়, বেলা সাড়ে ১২টার দিকে বাঘাডাংগা বিওপির জেসিও সুবেদার আতিয়ার রহমানের নেতৃত্বে অভিযান চালায় বিজিবি। এ সময় বাঘাডাঙ্গা গ্রামের একটি খড়ের গাদা থেকে একটি আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। উদ্ধার করা অস্ত্র ও গুলি আইনগত প্রক্রিয়ার মাধ্যমে মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
আরও পড়ুন: মহেশখালীতে অপরাধীদের ৫ আস্তানা ধ্বংস, অস্ত্র ও গুলি উদ্ধার
মহেশপুর থানার ওসি নজরুল ইসলাম বলেন, বিজিবি উদ্ধার করা অস্ত্র ও গুলি থানায় হস্তান্তর করেছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
]]>