মহেশপুর সীমান্ত থেকে ৪ বাংলাদেশি আটক

২ সপ্তাহ আগে
ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার সময় এক নারীসহ ৪ জনকে আটক করেছে বিজিবি।

 শুক্রবার (২৮ নভেম্বর) সকালে উপজেলার বাঘাডাঙ্গা ও কুমিল্লাপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়।


বিকেলে খালিশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান স্বাক্ষরিত পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, কিছু বাংলাদেশি অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার চেষ্টা করছে এমন সংবাদের ভিত্তিতে সীমান্তে অভিযান চালানো হয়। সেসময় বাঘাডাঙ্গা এলাকার সীমান্ত থেকে এক নারীসহ ৩ জন ও  কুমিল্লাপাড়া এলাকার সীমান্ত থেকে একজন আটক করা হয়। 

আরও পড়ুন: ঝিনাইদহে দুপক্ষের সংঘর্ষে আহত ১০, ভাঙচুর

আটককৃতদের বাড়ি খুলনা ও যশোর জেলার বিভিন্ন উপজেলায়। তাদের বিরুদ্ধে বিজিবির পক্ষ থেকে মামলা দায়ের মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।

]]>
সম্পূর্ণ পড়ুন