সোমবার (১৪ এপ্রিল) জেলা প্রশাসনের আয়োজনে শহরের জজকোর্ট বটমূল প্রাঙ্গণে নিক্কন সংগীত বিদ্যালয়ের পরিবেশনায় নতুন বছরকে স্বাগত জানানো হয়।
সূর্যোদয়ের সাথে সাথে সংগীত পরিবেশনের মধ্য দিয়ে ঠাকুরগাঁওয়ে বাংলা নববর্ষ ১৪৩২-কে বরণ করা হয়েছে।
আনুষ্ঠানিক এ আয়োজনে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক ইশরাত ফারজানা, পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলামসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এ সময় জেলা প্রশাসক ও পুলিশ সুপার নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বলেন, ‘সকল ধর্ম ও সম্প্রদায়ের মানুষের সম্মিলিত অংশগ্রহণে উৎসবের রঙ আরও বাড়ে।’ পাশাপাশি বাংলা নববর্ষের পুরোনো ঐতিহ্য আরও সুন্দরভাবে উপস্থাপন ও সংরক্ষণের ওপর গুরুত্বারোপ করেন তারা।
পরে সকাল ১০টায় বটমূল প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়, যা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।
আরও পড়ুন: ঠাকুরগাঁওয়ে ১৪৪ ধারা ভেঙে দফায় দফায় সংঘর্ষ
শোভাযাত্রায় উঠে আসে ক্ষুদ্র নৃগোষ্ঠীর সংস্কৃতি ও ভ্রাম্যমাণ সংগীত পরিবেশনা ছিল বিশেষ আকর্ষণ।
এছাড়া দিনব্যাপী বটমূল চত্বরে বসে বৈশাখী মেলা, যেখানে স্থানীয় পণ্যের নানা রকমারি স্টল ছিল দর্শনার্থীদের জন্য উন্মুক্ত।
]]>