বুধবার (২৩ জুলাই) বিকেল পাঁচটার দিকে তাজনিন রাফা (১৪) নামে ওই শিক্ষার্থী ছাদ থেকে লাফিয়ে পড়ে। তাকে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
রাফাদের গ্রামের বাড়ি চাঁদপুর ফরিদগঞ্জ উপজেলার বলিয়ারপুর গ্রামে। তার বাবার নাম আরিফ হোসেন টিটু।
হাসপাতালে রাফার মা নুপুর বেগম জানান, বিএএফ শাহীন স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণিতে পড়তো তার একমাত্র মেয়ে রাফা। বিকেলে স্কুল থেকে বাসায় ফেরে সে। তার পরীক্ষার রেজাল্ট খারাপ হওয়ার কথা শুনে তিনি রাফাকে সামান্য বকাঝকা করেন এবং ভালো করে পড়তে বলেন। এর কিছুক্ষণ পর বাসায় রাফাকে একা রেখে মা দোকানে যান ডিম কিনতে। সেখান থেকে ফিরে শুনতে পারেন, রাফা চারতলার ছাদ থেকে লাফ দিয়েছে। সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে মহাখালী লাইফ লাইন হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি দেখে সেখানে থেকে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। তবে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: রায়পুরে শিশুসন্তানকে বিষপানে হত্যার পর মায়ের আত্মহত্যা
চিকিৎসকের বরাত দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মৃতদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
]]>