মঙ্গলবার (১৯ নভেম্বর) বিকেলে উপজেলার পানিউমদা এলাকায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেন এলাকাবাসী।
মানববন্ধনে বক্তারা বলেন, চিহ্নিত মাদক ব্যবসায়ী ওসমান গনির দেয়া টাকা হরতকিপাড়া মসজিদে গ্রহণ না করার কারণে মসজিদের সাধারণ সম্পাদক কাজল মিয়াকে মাদক মামলায় ফাঁসানো হয়েছে। পানিউমদা এলাকা থেকে গনি ও তার ছেলেরা প্রকাশ্যে কাজলকে অপহরণ করে জকিগঞ্জ থানায় এলাকায় নিয়ে ইয়াবা দিয়ে পুলিশের কাছে তুলে দেয়। অবিলম্বে নিরীহ কাজল মিয়ার মুক্তি ও ইয়াবা ব্যবসায়ী ওসমান গনি এবং তার ছেলেদের গ্রেফতারের ব্যবস্থা গ্রহণ করার জন্য আহবান জানানো হয়। অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।
আরও পড়ুন: চতুর্থ দিনে শ্রমিক আন্দোলন: চন্দ্রা-নবীনগর মহাসড়ক অচল
মানববন্ধনে বক্তব্য রাখেন আরজদ আলী মেম্বার. মনসুর আহমেদ মেম্বার. মুহিত মেম্বার, পানিউমদা বাজার কমিটির সভাপতি আবুল ফজল, সাধারণ সম্পাদক শখ সোহেল আহমেদ, সামছুদ্দিন জনি, শাহেদুজ্জামান ফরহাদ ও মজলু মিয়া। এতে এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ সর্বস্তরের লোকজন অংশ নেন।
আরও পড়ুন: সাভারে মহাসড়ক অবরোধ, পোশাক কারখানায় আগুন
এর আগে সোমবার দুপুরে একই অভিযোগে পানিউমদা হরতকিপাড়া জামে মসজিদের সাধারণ সম্পাদক কাজল মিয়ার স্ত্রী তাছলিমা খানম হবিগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন। তিনি অভিযোগ করেন, এ সিন্ডিকেট তাদের অপকর্ম ঢাকতে নবীগঞ্জের হরতকি পাড়া জামে মসজিদে অনুদান দিতে চাইলে কাজল মিয়া অবৈধ টাকা মসজিদে নেওয়া যাবে না বলে প্রত্যাখান করেন। এছাড়াও এলাকার খাস জমি উসমান গণি গং আত্মসাৎ করার চেষ্টা করলে কাজলের বিরোধিতা করেন। এতে উসমান গণি তার প্রতি ক্ষিপ্ত হয়ে ওঠেন। এর জের ধরেই কাজল মিয়াকে ইয়াবা দিয়ে সাজানো মাদক মামলায় ফাঁসানো হয়।