মলদোভার ফিফা র্যাঙ্কিং ১৫৪, অপরদিকে ৩৩তম স্থানে রয়েছে নরওয়ে। এই ম্যাচটি যে একপেশে হবে তা আগে থেকেই অনুমান করা যাচ্ছিল। তবে এমন যে গোলবন্যা হবে তা কেউ ভাবেনি। মঙ্গলবার নরওয়ের রাজধানী ওসলোতে মলদোভার বিপক্ষে ১১-১ গোলে জয় পেয়েছে নরওয়ে। মলদোভার যে একটি গোল হয়েছে সেটাও এসেছে আত্মঘাতী থেকে।
ম্যাচের প্রথম হাফেই পাঁচ গোল হজম করে মলদোভা। দ্বিতীয় হাফে মলদোভার জালে আরও ছয় গোল দেয় তারা। আর্লিং হলান্ড একাই করেন ৫ গোল। চারটি গোল করেছেন থেলো আসগার্ড। আর একটি করে গোল করেছেন মার্টিন ওডেগার্ড এবং ফেলিক্স হর্ন মাইহরে। নরওয়ের হয়ে আত্মঘাতী গোলটি করেছেন লিও অস্টিগার্ড।
এই জয়ে 'আই' গ্রুপে পাঁচ ম্যাচের সবকটিতে জিতে টেবিলের শীর্ষে রয়েছে নরওয়ে। অপরদিকে ৫ ম্যাচের সবকটিতে হেরে পাঁচ দলের গ্রুপে তলানিতে রয়েছে মলদোভা।
ফ্রান্স ২-১ আইসল্যান্ড
এদিকে 'ডি' গ্রুপের ম্যাচে আইসল্যান্ডকে হারিয়েছে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স। ম্যাচে প্রথমে পিছিয়ে পড়ে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে জয় তুলে নেয় দেশমের দল। ম্যাচের ২১ মিনিটে আন্দ্রি গুডইয়ানসনের গোলে লিড পায় আইসল্যান্ড। তবে প্রথম হাফেই পেনাল্টি থেকে গোল করে ফ্রান্সকে সমতায় ফেরান কিলিয়ান এমবাপ্পে। আর ৬২তম মিনিটে ব্র্যাডলি বারকোলা ফ্রান্সকে ম্যাচে প্রথমবার লিড এনে দেয়। শেষ পর্যন্ত এই ব্যবধানে জিতেই মাঠ ছাড়ে ফরাসিরা।
আরও পড়ুন: ব্রাজিলকে হারিয়ে বিশ্বকাপের প্লে-অফে জায়গা করে নিল বলিভিয়া
সার্বিয়া ০-৫ ইংল্যান্ড
গ্রুপ 'কে'-এর ম্যাচে সার্বিয়াকে নিয়ে ছেলেখেলা করেছে ইংল্যান্ড। সার্বিয়ার মাঠে পাঁচ গোলের বিশাল জয় পেয়েছে টুখেলের দল। ইংল্যান্ডের হয়ে গোল করেন হ্যারি কেইন, নোনি মাদুয়েকে, কনসা, মার্ক গুয়েহি এবং মার্কাস রাশফোর্ড।
এই জয়ে 'কে' গ্রুপে শীর্ষস্থান আরও সুসংহত করেছে ইংল্যান্ড। পাঁচ ম্যাচে পাঁচ জয়ে তাদের পয়েন্ট ১৫। গ্রুপের শীর্ষ দল সরাসরি খেলবে ২০২৬ বিশ্বকাপের চূড়ান্ত পর্বে। আর পাঁচ পয়েন্ট পেলে নিশ্চিতভাবেই ২০২৬ বিশ্বকাপের টিকিট কাটবে ইংল্যান্ড।