মঙ্গলবার (৬ জানুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে তিন সদস্যের বিচারক প্যানেল এ আদেশ দেন। প্যানেলের অন্য দুই সদস্য হলেন: বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।
আদালত সূত্রে জানা গেছে, গত ৫ জানুয়ারি এ মামলার রাষ্ট্রপক্ষের সবশেষ সাক্ষী ও তদন্ত কর্মকর্তা (আইও) জানে আলম খানের সাক্ষ্যগ্রহণ শেষ হয়। রাষ্ট্রপক্ষের সাক্ষ্য শেষ হওয়ায় এখন নিয়ম অনুযায়ী আসামিপক্ষ নিজেদের নির্দোষ দাবি করে সাফাই সাক্ষ্য দেয়ার সুযোগ পাবেন।
আরও পড়ুন: দীপু চন্দ্র ও ওসমান হাদি হত্যার বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে হবে: প্রেস সচিব
এই মামলায় মোট ২৬ জন আসামির মধ্যে ১৬ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। তাদের মধ্যে ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুল্লাহিল কাফী ও সাভার সার্কেলের সাবেক অতিরিক্ত সুপার মো. শাহিদুল ইসলামসহ আটজন বর্তমানে কারাগারে রয়েছেন। তবে সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলামসহ বাকি আট আসামি এখনও পলাতক।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের দিন আশুলিয়ায় পুলিশের গুলিতে নিহত ছয়জনের মরদেহ একটি ভ্যানে তুলে পেট্রোল ঢেলে পুড়িয়ে দেয়া হয়। সেই লোমহর্ষক ভিডিওটি ছড়িয়ে পড়লে দেশজুড়ে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। তদন্তে জানা যায়, আগুনের স্তূপের ভেতর অন্তত একজন জীবিত ব্যক্তি ছিলেন, তাকেও নৃশংসভাবে পুড়িয়ে মারা হয়। এই ঘটনায় ১১ সেপ্টেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলাটি দায়ের করা হয়েছিল।

১ সপ্তাহে আগে
২








Bengali (BD) ·
English (US) ·