রোববার (৫ অক্টোবর) রাতে উপজেলার বনপাড়া পৌর শহরের সরদারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মমতাজ বেগম একই এলাকার মৃত শফিউল্লার স্ত্রী।
আরও পড়ুন: বাগেরহাটে বিএনপি নেতা হত্যার ঘটনায় দুইদিন পর মামলা
বড়াইগ্রাম থানার ওসি গোলাম সারওয়ার হোসেন জানান, স্বামীর মৃত্যুর পর এক যুগ ধরে বাড়িতে একাই থাকতেন মমতাজ বেগম। বৃদ্ধার এক ছেলে জাকির হোসেন মঞ্জু পাশেই অন্য বাড়িতে বসবাস করেন। আর মেয়ে বেবি আক্তার বিয়ের পর পরিবার নিয়ে ঢাকায় বসবাস করেন। বৃদ্ধার দেখাশোনা ও বাড়ি পাহারা দিতেন সুফিয়া বেগম ও আবু সামা নামে দুজন। প্রতিদিনের মতই সাংসারিক কাজ সেরে সন্ধ্যায় সুফিয়া বেগম বাড়ি চলে যান। আর রাতে বাড়ি পাহারার দায়িত্বে থাকা আবু সামা এশার নামাজ পড়তে মসজিদে যান। নামাজ শেষে বাড়ি ফিরে আবু সামা দেখেন মমতাজ বেগমের মুখমণ্ডল থেঁতলানো। তিনি রক্তাক্ত অবস্থায় ঘরের মেঝেতে পড়ে ছিলেন। পরে মমতাজ বেগমকে উদ্ধার করে ভ্যানে করে দ্রুত পাটোয়ারী জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখাসে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: বরিশালে গৃহবধূকে হত্যা মামলায় স্বামীর ফাঁসি
ওসি আরও জানান, পুলিশ ও পিবিআই সদস্যরা ঘটনাস্থলে গিয়ে বিভিন্ন আলামত সংগ্রহ করেছে। কে বা কারা বৃদ্ধাকে হত্যা করেছে তা খতিয়ে দেখা হচ্ছে।
]]>
৪ সপ্তাহ আগে
৭








Bengali (BD) ·
English (US) ·