মনোনয়ন পেলেন বরিশালের সুব্রত সঞ্জীব

২ সপ্তাহ আগে
মেরিল প্রথম আলো অ্যাওয়ার্ড ২০২৪-এ সীমিতদৈর্ঘ্য কাহিনিচিত্র ক্যাটাগরির সেরা চিত্রনাট্যকার বিভাগে মনোনয়ন পেয়েছেন বরিশালের জনপ্রিয় তরুণ নাট্যকার ও পরিচালক সুব্রত সঞ্জীব।

‘রোদ বৃষ্টির গল্প’ টেলিফিল্মের জন্য এই মনোনয়ন লাভ করেন তিনি। এই পুরস্কার প্রদান অনুষ্ঠানটি আগামী ২৩ মে অনুষ্ঠিত হবে। আনুষ্ঠানিকভাবে বিজয়ীদের হাতে তুলে দেয়া হবে পুরস্কার।


মনোনয়ন পাওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে সুব্রত সঞ্জীব বলেন, কৃতজ্ঞতা আমার সৃষ্টিকর্তার প্রতি। কৃতজ্ঞতা আমার মা-বাবা, পরিবার ও সব শুভাকাঙ্ক্ষীদের। বিশেষভাবে কৃতজ্ঞতা জানাই আমার গুরু মিন্টু বসুকে। ভালোবাসা ও কৃতজ্ঞতা আমার প্রোডাকশন হাউস এবং ‘রোদ বৃষ্টির গল্প’ টিমের প্রতি।

 

আরও পড়ুন: অভিনয়শিল্পী সংঘের নতুন সভাপতি আজাদ, সাধারণ সম্পাদক অপু


তিনি বলেন, ধন্যবাদ ইমন মোজাফফর এবং দেবাশীষ চক্রবর্তী দাদাকে। এই দুজন না হলে গল্পটি সম্ভব হতো না। 'রোদ বৃষ্টির গল্প' আরও দুটি বিভাগে মনোনয়ন পেয়েছে। সেরা অভিনেতা খায়রুল বাসার, সেরা অভিনেত্রী সাদিয়া আয়মান।

 

আরও পড়ুন: অভিনয়শিল্পী সংঘের নির্বাচনে প্রার্থী পরিচিতি সভা অনুষ্ঠিত


সুব্রত সঞ্জীব বরিশালের খেয়ালী গ্রুপ থিয়েটার থেকে মঞ্চে কাজ শুরু করেন। একাধিক মঞ্চ নাটকে অভিনয় করে এক পর্যায়ে টিভি নাটক তৈরি শুরু করেন। 
 

]]>
সম্পূর্ণ পড়ুন