স্থানীয়রা জানান, বুধবার রাতে অতুল বগুড়া শহরের নবাব বাড়ি সড়কে বিএনপির দলীয় কার্যালয় থেকে সাবগ্রামে নিজ বাড়িতে ফিরছিলেন। সাবগ্রাম হাটে একটি দোকান থেকে প্রয়োজনীয় ওষুধ কেনার সময় প্রায় চারটি মোটরসাইকেলে মুখোশ পড়া অন্তত ৮ জন দুর্বৃত্ত ধারালো অস্ত্র দিয়ে অতুলকে এলোপাতাড়ি আঘাত করতে থাকে। এ সময় স্থানীয়রা অতুলকে বাঁচাতে এগিয়ে আসলে দুর্বৃত্তরা আগ্নেয়াস্ত্র বের করে কয়েক রাউন্ড গুলি চালিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেয়া হয়।
এ ঘটনায় দ্রুত দায়ীদের গ্রেফতারের দাবি জানিয়ে বৃহস্পতিবার (৩১ জুলাই) বিকেলে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে যুবদল।
আরও পড়ুন: মিরসরাইয়ে বিএনপি ও যুবদলের ৫ নেতা বহিষ্কার, প্রত্যাহার চেয়ে বিক্ষোভ
বগুড়া জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু হাসান জানান, অতুলকে হত্যার উদ্দেশ্যে সন্ত্রাসীরা হামলা চালিয়েছে। ধারালো অস্ত্র দিয়ে তার মাথায় গুরুতর আঘাত করা হয়েছে। এই ঘটনার সঙ্গে যারাই জড়িত তাদের দ্রুত আইনের আওতায় না আনা হলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।
আরও পড়ুন: বাগেরহাটে শ্বশুরবাড়ির লোকজনের ‘মারপিটে’ যুবদল নেতার মৃত্যু
বগুড়া সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান বশির জানান, দুর্বৃত্তরা সবাই মুখোশ পড়েছিল। তাদের শনাক্তের চেষ্টা চলছে। আহত যুবদল নেতার অবস্থা আশঙ্কাজনক। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে।
]]>