‘মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রে প্রত্যেক নাগরিক এখন টার্গেট’

২ সপ্তাহ আগে
ইরানের ইস্পাহান, নাতাঞ্জ এবং ফোরদো এই তিনটি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এ ঘটনায় মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। ইরান বলছে, এখন থেকে মধ্যপ্রাচ্যে থাকা প্রত্যেক আমেরিকান নাগরিকই তাদের টার্গেট।’‘

ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবিতে প্রচারিত এক সংবাদ বিশ্লেষণ পর্বে এক বিশ্লেষক ঘোষণা দিয়েছেন, যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালানোর পর মধ্যপ্রাচ্যে অবস্থানরত প্রত্যেক মার্কিন নাগরিক এবং মার্কিন সেনা সদস্য এখন থেকে ‘বৈধ লক্ষ্য’ হিসেবে গণ্য হবে।

 

তিনি বলেন, ‘তোমরা শুরু করেছো, আমরা শেষ করবো।’

 

অনুষ্ঠানের সময় টেলিভিশন স্ক্রিনে একটি মানচিত্র দেখানো হয়, যেখানে মধ্যপ্রাচ্যজুড়ে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোর অবস্থান চিহ্নিত করা হয়।

אחרי העבודה האמריקנית בפורדו בטלוויזיה האיראנית מציגים את מפת הבסיסים האמריקניים באזור ואומרים לטראמפ: אתה התחלת ואנחנו נסיים pic.twitter.com/R8krFnXGZa

— roi kais • روعي كايس • רועי קייס (@kaisos1987) June 22, 2025

এর আগে ইরানের ফোরদো, নাতাঞ্জ ও ইস্পাহান পারমাণবিক স্থাপনায় বোমারু বিমান দিয়ে বোমা হামলা চালায় যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে হামলার বিষয়টি জানান। ইরানও তিন স্থাপনায় বিস্ফোরণ হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে।

 

ইরানে হামলা করে যুক্তরাষ্ট্রের বিমান নিরাপদ স্থানে পৌঁছার পর জাতির উদ্দেশে ভাষণ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। হোয়াইট হাউসে স্থানীয় সময় শনিবার (২১ জুন) রাত ১০টায় দেওয়া ওই ভাষণে ট্রাম্প যা বলেছেন, সময় সংবাদের পাঠকদের জন্য বাংলায় তা হুবহু তুলে ধরা হলো।
 

]]>
সম্পূর্ণ পড়ুন