মধ্য ইসরাইলে সরাসরি আঘাত হানল ইরানি ক্ষেপণাস্ত্র, বহু হতাহত

৩ সপ্তাহ আগে
মধ্য ইসরাইলে ইরানের ক্ষেপণাস্ত্র সরাসরি আঘাত হেনেছে। এ ঘটনায় অন্তত একজন নিহত ও ১৯ জন আহত হয়েছেন।

ইসরাইলের জরুরি পরিষেবার মুখপাত্র চ্যানেল ১২ নিউজকে জানিয়েছেন, শনিবার সকালে মধ্য ইসরাইলের আবাসিক ভবনগুলোতে ইরানের সরাসরি ক্ষেপণাস্ত্রের আঘাতে একজন নিহত এবং ১৯ জন আহত হয়েছেন।

 

তিনি আরও বলেন, আহতদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর, বাকিদের সামান্য আঘাত রয়েছে। তাদের সবাইকে শামির মেডিকেল সেন্টার এবং উলফসন মেডিকেল সেন্টারে নিয়ে যাওয়া হয়েছে।

 

এর আগে আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, ইরানের ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে কাজ করছে ইসরাইলি সেনাবাহিনী। ইসরাইলিদের নিরাপদ এলাকায় চলে যেতে নির্দেশনা দেয়া হয়েছে।

 

পরে চিকিৎসকদের বরাত দিয়ে টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়, শনিবার স্থানীয় সময় ভোরে মধ্য ইসরাইলে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় বেশ কয়েকজন আহত এবং বেশ কয়েকটি বাড়িঘর ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে।

 

ইসরাইলি সংবাদমাধ্যম চ্যানেল ১২ জানিয়েছে, মধ্য ইসরাইলে ক্ষেপণাস্ত্রের আঘাতে দুইজন ভবনে আটকা পড়েছেন। এ ঘটনায় অন্তত ১৪ জন আহত হয়েছেন।

 

দেশটির  প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, ইরানের সর্বশেষ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার পর বেসামরিক নাগরিকরা বোমা আশ্রয়কেন্দ্র ছেড়ে যেতে পারেন। তবে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত তাদের আশ্রয়কেন্দ্রে কাছাকাছি থাকতে হবে।

 

আরও পড়ুন: যথেষ্ট হয়েছে, এখন থামার সময়: জাতিসংঘ মহাসচিব

 

এদিকে ইসরাইলকে সহায়তা করা দেশগুলোকেও লক্ষ্যবস্তুতে পরিণত করার হুঁশিয়ারি দিয়েছে ইরান। নাম প্রকাশে অনিচ্ছুক একজন জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, যে সব দেশ ইসরাইলকে রক্ষা করার চেষ্টা করবে সেসব দেশগুলোর আঞ্চলিক ঘাঁটিগুলোকে লক্ষ্যবস্তুতে পরিণত করা হবে।

Footage from the Iranian ballistic missile impact in central Israel. Medics say they're treating at least 10 wounded. pic.twitter.com/iZtMAh8IlD

— Emanuel (Mannie) Fabian (@manniefabian) June 14, 2025

ওই কর্মকর্তা বলেন, নিজেদের অস্তিত্ব রক্ষায় আন্তর্জাতিক আইনের অধীনে ইরানের চূড়ান্ত প্রতিক্রিয়া জানানোর অধিকার রয়েছে।

 

তিনি বলেন, যেকোনো দেশ ইরানের অভিযানের বিরুদ্ধে ইসরাইলকে রক্ষা করার চেষ্টা করবে, তাদের আঞ্চলিক ঘাঁটি এবং অবস্থানগুলো নতুন লক্ষ্যবস্তুতে পরিণত হবে।

 

শুক্রবার (১৩ জুন) ভোররাতে ২০০ যুদ্ধবিমান দিয়ে ইরানের প্রায় ১০০ স্থানে হামলা করেছে ইসরাইল। এতে ইরানের সেনাপ্রধান, রেভ্যলুশনারি গার্ডের প্রধানসহ ছয়জন পরমাণু বিজ্ঞানী ও অর্ধশতাধিকের বেশি বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।

 

আরও পড়ুন: ইরানের হামলায় ইসরাইলে নিহত এক, আহত অনেকে

 

ইসরাইলের হামলার লক্ষ্যবস্তু ছিল ইরানের পরমাণু স্থাপনা, ব্যালিস্টিক মিসাইল স্থাপনাগুলো, সামরিক ঘাঁটি ও আকাশ প্রতিরক্ষা সিস্টেম। পরবর্তীতে শুক্রবার বিভিন্ন সময় নতুন করে আরও বেশ কিছু হামলা চালায় ইসরাইল।

 

ইরান এর জবাবে ‘অপারেশন ট্রু প্রমিস ৩’ নামে ইসরাইলে প্রায় ১০০ ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এতে বহু স্থাপনার পাশাপাশি ইসরাইলের বহু বেসামরিক নাগরিক হতাহত হয়েছেন।

]]>
সম্পূর্ণ পড়ুন