মদপানে মাতাল হলে মিলবে ছুটি, জাপানি কোম্পানির অদ্ভূত অফার

৪ সপ্তাহ আগে
অফিস তথা কর্মক্ষেত্রে কিছু নিয়ম মেনে চলা আবশ্যক। নিয়ম না মানতে পারলে চাকরি করা কঠিন। অফিসে নিয়ম মেনে চলা হয় বলেই তা ক্লাব বা পানশালার মতো বিনোদনের জায়গা থেকে আলাদা।

তবে জাপানের একটি কোম্পানি কর্মীদের আকৃষ্ট করতে এমন অফার করছে, যা অফিসকেই রীতিমতো পানশালায় পরিণত করবে। অফিসে মদ খেয়ে মাতাল হওয়া এবং নেশা কাটানোর জন্য ছুটিও দেয়ার প্রলোভন দিচ্ছে সংস্থাটি।

 

খবরটি প্রকাশ্যে আসতেই রীতিমতো হইচই পড়ে গেছে সামাজিক যোগাযোগমাধ্যমে। এই কোম্পানির নাম ‘ট্রাস্ট রিং কোং লিমিটেড’। জাপানের ওসাকার ছোট এক প্রযুক্তি সংস্থা। সম্প্রতি প্রতিষ্ঠানটি চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

 

যেহেতু তাদের কাছে বড় সংস্থাগুলোর মতো বাজেট নেই, তাই টাকার বদলে কর্মীদের অন্য প্রলোভন দেখিয়েছেন সংস্থার কর্তৃপক্ষ। চাকরির বিজ্ঞপ্তিতে লেখা, টাকার পরিবর্তে কর্মীদের ফ্রি মদ পরিবেশনের ব্যবস্থা করা হবে।

 

আরও পড়ুন: ট্রাম্পের গাজা দখলের প্রস্তাবকে 'অবাস্তব' বলে নিন্দা উত্তর কোরিয়ার

 

এমনকি কোম্পানির প্রধান নিজেও কর্মচারীদের সঙ্গে বসে মদপান করবেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এমনকি মদ খাওয়ার পর কর্মচারীরা যদি হ্যাংওভার তথা মাতাল হন বা মাথা ভারি হয়ে থাকে, তা হলে দুই-তিন ঘণ্টার জন্য ছুটিও দেয়া হবে।

 

জাপানি সংবাদমাধ্যমের প্রতিবেদন মতে, ওই সংস্থার প্রধান নির্বাহী (সিইও) চাকরির এমন বিজ্ঞপ্তির প্রসঙ্গে জানিয়েছেন, কর্মীদের বেশি বেতন দেয়ার ক্ষমতা তার প্রতিষ্ঠানের নেই। বেতন কম হওয়ায় প্রতিভাবান কর্মচারী নিয়োগে ব্যর্থ হয়েছেন। তাই কর্মীদের জন্য এমন উদ্যোগ নিয়েছেন।

 

তিনি আরও জানিয়েছেন, সংস্থার কর্মীদের একটি অনন্য ও উপভোগ্য পরিবেশ তৈরির জন্য এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। শুধুমাত্র বেতন দিয়ে প্রতিযোগিতা নয়, বরং কর্মীদের ভাল পরিবেশ দিতে আগ্রহী আমরা, যাতে তারা কাজ করতে আগ্রহী হয়।

 

ট্রাস্ট রিং কোং লিমিটেডে যারা চাকরি করেন, তাদের শুরুর বেতন হয় প্রায় ১ লক্ষ ২৭ হাজার টাকা। কর্মীদের ২০ ঘন্টা ওভারটাইমের সুযোগ রয়েছে কোম্পানিতে। সঙ্গে ফ্রি মদ পান ও হ্যাংওভার ছুটির কারণে বেশ খুশি এর কর্মীরা।

 

আরও পড়ুন: ইমরান খানকে দ্বিতীয় শেখ মুজিব হতে দেয়া হবে না: পিটিআই নেতা

 

যেমন একজন কর্মচারী বলেন, ‘যেহেতু আমি ‘হ্যাংওভার ছুটি’ সিস্টেম ব্যবহার করি, তাই আমি রাত ১২ টায় কাজে ফিরে যেতে পারি। চাইলে আপনি আরও ২ বা ৩ ঘন্টা ঘুমাতে পারেন এবং পরিষ্কার মন নিয়ে কাজে ফিরে আসতে পারেন। আমার মনে হয়, এতে আমি আরও দক্ষ হয়ে উঠব।’ 

]]>
সম্পূর্ণ পড়ুন