ঈদের দিন থেকে হাউসফুল শো যাচ্ছে এ প্রেক্ষাগৃহের দুটি স্ক্রিনে। দর্শকরা বলেছেন, বাংলাদেশি সিনেমার সুদিন ফেরার সময়ের ব্যাপার মাত্র। বাস্তব জীবনকে ঘিরে এ ধরণের সিনেমা তৈরি হলে দর্শক ফিরবে সিনেমা হলগুলোতে।
যশোরের মণিহার সিনেমা হল ও সিনেপ্লেক্সে একযোগে চলছে এবারের ঈদুল আজহায় মুক্তিপ্রাপ্ত শাকিব খান অভিনীত সিনেমা 'তাণ্ডব'। গেল ঈদের মতো এবারের ঈদেও শাকিব খানের সিনেমা দেখতে মণিহার সিনেমা হলে দর্শকদের উপচেপড়া ভিড়।
দর্শকরা বলছেন, দীর্ঘদিন পর হলে এসে সিনেমা দেখার পরিবেশ হয়েছে। ভালো গল্পের সিনেমা তৈরি হচ্ছে। যা আশাব্যঞ্জক।
সিনেমা শেষে ফিরোজ আলী নামে এক দর্শক বলেন, একের পর এক রেকর্ড গড়ে চলেছেন শাকিব খান। মজার বিষয় হলো নিজের রেকর্ড নিজেই ভাঙছেন। তার সমকক্ষ অভিনেতা কেউ নেই, তার প্রমাণ আবার মিললো তাণ্ডব সিনেমায়। অসাধারণ অভিনয়। পুরো টাকাটা উসুল হয়েছে।
ফরহাদ আলী নামে আরেক দর্শক বলেন, খুব ভালো ছিল। এই ছবিটা অন্যান্য ছবিকে ছাড়িয়ে যাবে। এটা সুন্দর অ্যাকশন মুভি। খুবই ভালো লেগেছে। সবার অভিনয় ভালো লেগেছে।
তিনি আরো বলেন, ‘তাণ্ডব’ কেবল শাকিব খানের একার সিনেমা নয়; বরং তার সঙ্গে দক্ষ অভিনয়শিল্পী আফজাল হোসেন, শহীদুজ্জামান সেলিম, গাজী রাকায়াত, সাবিলা নূর, জয়া আহসানসহ পুরো টিমের অভিনয় দুর্দান্ত ছিল।
মিলি আক্তার নামে অপর এক দর্শক বলেন, সাবিলা নূরের প্রচুর নাটক দেখেছি। এই ছবি দিয়েই বাণিজ্যিক সিনেমার নায়িকা হিসেবে তার অভিষেক হলো। শাকিবের সঙ্গে সাবিলার রসায়ন ভালোই জমেছিল। তবে পর্দায় তার উপস্থিতি কম। লিচুর বাগানে এবং তোমাকে ভালোবেসে যেতে চাই গানে শাকিব-সাবিলাকে দারুণ ভালো মানিয়েছে।

জাহিদ হোসেন নামে অপর এক দর্শক বলেন, মুভিটা ভালো লেগেছে। শাকিব খান এবং সাবিলা নূরকে একসাথে যে একটা কম্বিনেশন আমরা দেখতে পেরেছি সত্যি বলতে খুব ভালো লেগেছে। সবচেয়ে ইন্টারেস্টিং সিন আমার কাছে ভালো লেগেছে জয়া আহসানের ফার্স্ট লুকটা। সেই ছিল। তার থেকেও বেশি ইন্টারেস্টিং লেগেছে শাকিব খানের ফার্স্ট লুকটা। খুবই ইন্টারেস্টিং ছিল।
শফিকুল ইসলাম নামে এক দর্শক বলেন, সিনেমাটা শাকিবকে ঘিরে। শাকিবের সবকিছুই ভালো লেগেছে। অভিনয়, অ্যাকশন সবকিছুই ভালো লেগেছে। কিন্তু আফরান নিশোর এন্ট্রিটা আন এক্সপেক্টেড ছিল তাই বেশি ভালো লেগেছে। টুইস্ট এর পর টুইস্ট।
দর্শকের সারিতে থাকা তৌহিদুল ইসলাম বলেন, মুভি ভালো ছিল। মুভি মেকিং ভালোই ছিল। কিছু কিছু দৃশ্য খুবই সুন্দর। আমার কাছে খুব ভালো লাগছে। আমি খুব একটা মুভি দেখি না। শাকিব খানের মুভি এটাই আমার ফার্স্ট দেখা। আমার বেশ ভালো লেগেছে।
শাকিব ভক্ত মাসুদ রানা বলেন, তাণ্ডব আর বরবাদের ভেতরে যদি রেটিং করি তাহলে বরবাদকে ছাড়িয়ে গেছে তাণ্ডব। কিং খান প্রতিনিয়ত নিজেকে ছাড়িয়ে যাচ্ছে।
তিনি আরও বলেন, মুভির স্টোরি খুবই ভালো। এরকম মুভি আরও অনেক হওয়া উচিত যেন আমরা দর্শকরা আরও ভালো কিছু উপহার পাই।
পপি বিশ্বাস নামে এক দর্শক বলেন, অসাধারণ ছিল। আমরা আসলে শাকিব খানকে সবসময় দেখি। তার সাথে সাবিলা নূর ভালো অভিনয় করেছে। তার অভিনয় বিশেষ করে দেখার জন্যই আমরা এসেছি। এবং লাস্টে সিয়ামের এন্ট্রি এক কথায় আনবিলিভেবল। টাকা উসুল হয়েছে।
মাহমুদুর রহমান নামে এক দর্শক বলেন, গল্পে চমক আনতে গিয়ে কখনো কখনো কোনো দৃশ্য দেখানো হয়েছে অসম্পূর্ণ। এতে কিছু জায়গায় খেই হারিয়েছে গল্প। তবে অ্যাকশন, রাজনৈতিক বক্তব্য, বড় তারকাদের অভিনয় সবমিলিয়ে এটি দুর্দান্ত সিনেমা। এ ধরনের বাস্তবধর্মী গল্পে ছবি নির্মাণ হলে প্রেক্ষাগৃহে দর্শক ফিরবে।
শাকিব খানের ‘তাণ্ডব’র প্রশংসা করে মণিহার সিনেমা হলের ব্যাবস্থাপক ফারুক হোসেন মোল্লা বলেন, আমাদের সিনেমা হলে এক হাজার আসন এবং সিনেপ্লেক্সে ৬৬টি আসন। ঈদের দিন থেকে বলতে গেলে হাউসফুল যাচ্ছে। দর্শক চাহিদা থাকায় এ সিনেমার প্রদর্শন অব্যাহত থাকবে।
একটি টেলিভিশন চ্যানেলে হামলাকে কেন্দ্র করে এগিয়ে গেছে ‘তাণ্ডব’ সিনেমার গল্প। প্রযোজনা প্রতিষ্ঠান আলফা আই-এসভিএফ বাংলাদেশ প্রযোজিত রায়হান রাফীর এ গল্পে যৌথভাবে চিত্রনাট্য করেছেন পরিচালক নিজে ও আদনান আদিব খান।
আরও পড়ুন: ভালোবেসে একে অন্যকে ধুয়ে দিলেন মন্দিরা-শুভ
সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করেছেন শাকিব। তার সঙ্গে পর্দায় দীর্ঘ ৯ বছর পর অভিনয় করেছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। সঙ্গে রয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর।
আরও পড়ুন: রাফীর জীবনের সেরা সিনেমা ‘তাণ্ডব’: শাকিব খান
‘তাণ্ডব’-এ আরও রয়েছেন আফজাল হোসেন, রোজী সিদ্দিকী, ডা. এজাজ, এফএস নাঈম, ফজলুর রহমান বাবু, গাজী রাকায়েত, মিশা সওদাগরের মতো তারকারা। ক্যামিও চরিত্রে দুর্দান্ত লুকে ধরা দিয়েছেন সিয়াম আহমেদ ও আফরান নিশো।
]]>